সুস্থতার দিকে ক্রীড়া সংগঠক আলো সুস্থতার দিকে ক্রীড়া সংগঠক আলো - ajkerparibartan.com
সুস্থতার দিকে ক্রীড়া সংগঠক আলো

3:43 pm , March 10, 2023

বিশেষ প্রতিবেদক ॥ বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আলমগীর হোসেন খান আলোর শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে। বরিশালবাসীর দোয়া ও ভালোবাসায় তিনি দ্রুত সুস্থতার দিকে এগোচ্ছেন বলে জানান তার ভাই বরিশাল সিটি করপোরেশনের ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর লিয়াকত হোসেন খান লাভলু। তিনি জানান, গত ২ মার্চ রাতে তাঁকে আমেরিকা থেকে দেশে আনা হয়েছে। আমেরিকার ডালাসের একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। দেশে আসামাত্র তাকে এয়ারপোর্ট থেকেই সোজা সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে আইসিইউ সংকটের কারণে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে এ নেওয়া হয়েছে। তাঁর শারীরিক অবস্থা এখন ভালো, তাকে বেডে দেয়া হয়েছে। অক্সিজেন সাপোর্টও আর প্রয়োজন নেই, তবে এখনো তিনি কথাবার্তা বলতে পারছেন না বলে জানান তার ভাই লিয়াকত হোসেন লাভলু।
এদিকে বুধবার রাতে বরিশাল জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: মইদুল ইসলাম বাংলাদেশ স্পেশালিষ্ট হাসপাতালে তাকে দেখতে যান। তিনি বেশকিছু সময় আলমগীর হোসেন খান আলোর শয্যা পাশে থেকে শারিরীক অবস্থার খোজ খবর নেন।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT