3:56 pm , March 9, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ পবিত্র মাহে রমজানে এই প্রথমবারের মতো ইফতার ভাতা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন। বিসিসির প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, গত ৫ মার্চ অনুষ্ঠিত কর্পোরেশনের ৪র্থ পরিষদের ২০তম সাধারণ সভায় এ বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তিনি জানান, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী বরিশাল সিটি কর্পোরেশনের ভাতা প্রাপ্ত সকল ইমাম ও মুয়াজ্জিন এবং সিটি কর্পোরেশনের সকল দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিক (যারা ঈদ বোনাস প্রাপ্য) সকলে এক হাজার টাকা ইফতার ভাতা প্রাপ্য হবেন। এদিকে ইফতার ভাতা প্রদানের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে বিসিসির দৈনিক মজুরি ভিত্তিক বেশ কয়েকজন শ্রমিক জানান, কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ তাদের বেতন বৃদ্ধি করেছেন। পাশাপাশি নিয়মিত কর্মকর্তা-কর্মচারীদের ন্যায় সকল সম্প্রদায়ের দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকদের দুটি করে উৎসব বোনাস এবং বৈশাখী ভাতার আওতায় এনেছেন। এছাড়া মাহে রমজানে সকল কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ইফতার মাহফিল এবং ঈদের সময়ে বাসায় দাওয়াত দিয়ে মেয়র মহোদয় খাবার খাওয়াচ্ছেন।