নগরীতে নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা নগরীতে নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা - ajkerparibartan.com
নগরীতে নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

4:02 pm , March 8, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই স্লোগান নিয়ে বরিশালে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে বুধবার ১০ টায় বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন। এরপর নগর ভবন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, নারীদের ভেতর আত্মবিশ্বাস তৈরি করার জন্য সরকারের যে নানামুখী উদ্যোগ সেটিই নারীদেরকে এগিয়ে দেবে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার আমিন উল আহসান। এসময় আরো উপস্থিত ছিলেন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, প্রফেসর শাহ সাজেদা, শিক্ষাবিদ প্রফেসর রাবেয়া খাতুন সহ বিভিন্ন সংগঠনের নারী নেতৃবৃন্দ। পরে উন্নয়ন সংস্থা ব্র্যাক এর সহযোগিতায় ৮ জন সফল নারী কমিউনিটর নেতৃবৃন্দের মাঝে সম্মাননা প্রদান করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT