লালমোহনে দুই শিশুর গায়ে হলুদ নিয়ে তোলপাড় লালমোহনে দুই শিশুর গায়ে হলুদ নিয়ে তোলপাড় - ajkerparibartan.com
লালমোহনে দুই শিশুর গায়ে হলুদ নিয়ে তোলপাড়

3:21 pm , March 5, 2023

লালমোহন প্রতিবেদক ॥ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুই শিশুর গায়ে হলুদের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নিয়ে রীতিমত চলছে তোলপাড়। ওই ভিডিওতে দেখা যায়, একটি  গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য যা যা প্রয়োজন হয় এই দুই শিশুর গায়ে হলুদেও রয়েছে ওই সবকিছু। যেখানে উপস্থিত আছেন ওই দুই শিশুর বাবা-মাসহ আত্মীয় স্বজনরা। সেখানে তারা বাধভাঙ্গা উল্লাসে মেতেছেন। কেউ একজন ভিডিওটি করে উপকূল বার্তা নামক ইউটিউবে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। ভিডিওর বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, ঘটনাটি ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের বাকলাইয়ের দোকান সংলগ্ন বয়াতি বাড়ির। ৭ বছরের ও ৫ বছরের ওই দুই শিশু বয়াতি বাড়ির রাসেল ও শিপন বয়াতির ছেলে-মেয়ে বলে জানা গেছে। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই-বোন। সরেজমিনে ওই বাড়িতে গিয়ে ছেলে ও মেয়ের বাবা মাকে পাওয়া যায়নি। তবে ছেলে ও মেয়ের চাচা পিকু বয়াতি সাংবাদিকদের বলেন, গত শুক্রবার আমার ভাতিজার আকিকা অনুষ্ঠান ছিল। সে উপলক্ষে গায়ে হলুদের আয়োজন করা হয়। যেখানে মজার জন্য আমার ছোট ভাতিজিকেও বসানো হয়। এক লোক গায়ে হলুদের অনুষ্ঠানটি ভিডিও করে ফেসবুকে ছেড়ে দেয়। যেখানে বলা হয় আমার ভাতিজা ও ভাতিজির বিয়ের গায়ে হলুদ চলছে। মূলত এটি আকিকা অনুষ্ঠান ছিল। এ ব্যাপারে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুল বলেন, এ ধরনের কোনো ভিডিও বা ঘটনা আমার নজরে আসেনি। বিষয়টি জানার চেষ্টা করছি। তবে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে এটি আকিকার অনুষ্ঠান ছিল। যে ভিডিও করে বিভ্রান্তি ও অপ্রচার ছড়িয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT