উজিরপুরে ৮দিন ধরে বিধবা নিখোঁজ, ধর্ষণ ও গুমের দাবী উজিরপুরে ৮দিন ধরে বিধবা নিখোঁজ, ধর্ষণ ও গুমের দাবী - ajkerparibartan.com
উজিরপুরে ৮দিন ধরে বিধবা নিখোঁজ, ধর্ষণ ও গুমের দাবী

3:16 pm , March 5, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বাবার বাড়ি থেকে শশুর বাড়ি বেড়াতে গিয়েছিলেন বিধবা শাহনাজ বেগম (৫৩)। এরপর ৮ দিন পেরিয়ে গেলেও তার খোঁজ পাচ্ছে না স্বজনরা। পরিবারের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে শাহনাজকে ধর্ষণের পর গুম করা হয়েছে। ঘটনাটি বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের বান্না গ্রামের। এ ঘটনায় বৃদ্ধার ভাইয়ের ছেলে মো: আল আমিন উজিরপুর থানায় অভিযোগ দিয়েছেন।  উজিরপুর থানা পুলিশ দাবী করেছে বিধবা নিখোঁজের ঘটনায় একজনকে গ্রেপ্তার করে রিমান্ড আবেদন করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত নিখোঁজের ঘটনায় কোন ক্লু পাচ্ছে না পুলিশ। এজাহারে বাদী আল আমিন উল্লেখ করেছেন, তার ফুফুকে শশুর বাড়ি গুঠিয়ার বান্না গ্রামে থাকাকালীন কু প্রস্তাব দিতো গ্রেপ্তার হওয়া ইদ্রিস মিয়া। যে কারণে তারা তাকে বাবার বাড়ি বামরাইল ইউনিয়নের শানুহার গ্রামে থাকার পরামর্শ দেন। ২৪ জানুয়ারী ফুফু শশুর বাড়ি বান্না গ্রামে দুধ আনতে যাওয়ার সময় ইদ্রিস তাকে জোর করে  নিয়ে যায়। এর পর থেকে তার ফুফু নিখোঁজ। ভিক্টিমের বোনের ছেলে হাফিজুর রহমান বলেন, তার খালা শশুর বাড়ি গুঠিয়ার বান্না গ্রামে বেড়াতে গিয়েছিলেন। গত ২৪ জানুয়ারী দুধ আনতে গিয়ে নিখোঁজ হন। স্থানীয়দের কাছ থেকে তাদের ধারণা খালা শাহনাজকে ধর্ষণ করে গুম করে ফেলেছে একটি পক্ষ। এর সঙ্গে গ্রেপ্তার হওয়া ইদ্রিস মিয়া ছাড়াও দেবর খাদেম আলী কিংবা স্থানীয় নাসির জড়িত থাকতে পারে। খালা শাহনাজ উজিরপুরের বামরাইল ইউনিয়ের শানুহার গ্রামে বাবার বাড়িতে বসবাস করতেন। বিষয়টি স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে।  মামলার তদন্তকারী কর্মকর্তা উজিরপুর থানার এসআই মাজেদুল হক খান বলেন, ভিক্টিম শাহনাজকে উদ্ধারে গিয়ে তিনি মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন। গত ৮দিন ধরে ঘটনাস্থলে থাকা সিসি ক্যামেরা চেক করাসহ আশপাশের এলাকা খুঁজেছেন। যাদের সন্দেহ হয় তাদের কল লিষ্ট চাওয়া হয়েছে। এমনিক গ্রেপ্তার করা ইদ্রিসকে জিজ্ঞাসাবাদের জন্য ৩দিনের রিমান্ড চাওয়া হয়েছে আদালতের কাছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT