হিজলায় পিস্তল দিয়ে স্ত্রীকে ভয় দেখাতে গিয়ে ধরা খেলেন স্বামী ! হিজলায় পিস্তল দিয়ে স্ত্রীকে ভয় দেখাতে গিয়ে ধরা খেলেন স্বামী ! - ajkerparibartan.com
হিজলায় পিস্তল দিয়ে স্ত্রীকে ভয় দেখাতে গিয়ে ধরা খেলেন স্বামী !

3:23 pm , March 4, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ স্ত্রীকে ভয় দেখাতে গিয়ে ধরা খেলেন স্বামী! হিজলায় বিদেশি পিস্তল, ম্যাগজিন, ৭ রাউন্ড গুলি ও গিয়ার চাকুসহ কামাল হোসেন (৩২) নামে এক যুবককে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। শুক্রবার গভীর রাতে ওই অস্ত্র দিয়ে স্ত্রীকে ভয় দেখানোর সময় তাকে আটক করা হয়। আটক কামাল হোসেন হিজলা উপজেলার চর মেমানিয়া গ্রামের মৃত জলিল সরদারের ছেলে। তিনি টঙ্গীর এরশাদনগর এলাকায় থাকতেন। হিজলাউপজেলার মেমানিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন জানান, বাদুরী গ্রামের শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছিলেন কামাল। পরকীয়া প্রেমে জড়িত এমন সন্দেহে শুক্রবার রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় কামালের। রাত ১টার দিকে প্রথমে চায়নিজ গিয়ার চাকু বের করে আত্মহত্যার হুমকি দেন কামাল। পরে বিদেশি পিস্তল বের করেন তিনি। তখন কামালের শ্বশুর বিষয়টি আমাকে জানান। ইউপি চেয়ারম্যান বলেন, খবর পেয়ে গ্রাম পুলিশ পাঠিয়ে কামালকে আটক রাখা হয়। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানালে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠান এবং কামালকে অস্ত্রসহ আটক করেন। মো. নাসিরউদ্দিন আরও বলেন, কামাল টঙ্গী এলাকায় ইলেক্ট্রিশিয়ানের কাজ করতেন এবং স্ত্রীকে নিয়ে এরশাদনগরে থাকতেন। তবে সম্প্রতি তাদের মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়। যার সূত্র ধরে বাড়িতে অস্ত্র নিয়ে এসেছেন বলে ধারণা করছেন স্বজনরা। তবে কামাল ওই অস্ত্র কুড়িয়ে পেয়েছেন বলে দাবি করেছেন। খুব ভালো ছেলে হিসেবে গ্রামে কামালের সুনাম রয়েছে জানিয়ে চেয়ারম্যান আরও বলেন, স্ত্রীকে ভয় দেখানোর জন্যই নাকি সেগুলো নিয়ে এসেছিল। এ বিষয়ে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস মিয়া বলেন, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, সাত রাউন্ড গুলি ও চায়নিজ গিয়ার চাকু উদ্ধারের ঘটনায় এসআই ইদ্রিস আলী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অস্ত্র ও বিস্ফোরক আইনে ওই মামলায় কামাল হোসেনকে একমাত্র আসামি করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT