বিসিসি কর্তৃপক্ষের হস্তক্ষেপে রক্ষা পেল ১৫ লক্ষাধিক টাকার মালামাল বিসিসি কর্তৃপক্ষের হস্তক্ষেপে রক্ষা পেল ১৫ লক্ষাধিক টাকার মালামাল - ajkerparibartan.com
বিসিসি কর্তৃপক্ষের হস্তক্ষেপে রক্ষা পেল ১৫ লক্ষাধিক টাকার মালামাল

3:21 pm , March 3, 2023

রাতের আধারে বিউটি সুপার মার্কেটের মালামাল লুটের চেষ্টা
নিজস্ব প্রতিবেদক ॥ রাতের আধারে বরিশাল বিউটি সুপার মার্কেটের ১৬ লক্ষাধিক টাকার রড চুরির চেষ্টাকে নসাৎ করে দিলেন বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। বিপুল পরিমান রড ঢাকায় পাচার কালে মেয়রের নির্দেশে ট্রাকভর্তি রড আটক করা হয়। তবে দুবৃত্তরা পালিয়ে যায় বলে জানা গেছে। বরিশাল সিটি কর্পোরেশনের রোড ইন্সপেক্টর (আর আই) সোহাগ জানান বৃহস্পতিবার রাত ১টার দিকে একদল দুবৃত্ত হানা দেয় বিউটি রোডের আলোচিত বিউটি সুপার মার্কেটে । তারা নির্মানাাধীন ভবনের স্তুপ করে রাখা বিপুল পরিমান রড ট্রাকে তোলার সময় বাধা দেয় বিসিসির পাহারাদার। তার কাছ থেকে সংবাদ পেয়ে ছুটে আসেন তিনি। জানতে পারেন মাদারীপুর থেকে ট্রাক ভাড়া করে আনা হয়েছে। মালামাল নিয়ে যাওয়া হবে ঢাকার ধোলাইপাড়ে। এতে তিনি বিস্মিত হন। সোহাগ জানান, ভবনে ষোল লাখ টাকার রড রাখা ছিল। এ সব রড ঢাকার ধোলাইপাড়ে পাচারের চেষ্টা করা হচ্ছিল। ভবনের মালিক দাবিদার জনৈক আশিককে দেখতে পান তিনি। তার কাছে জানতে চান মধ্যরাতে কেন মালামাল সরানো হচ্ছে। আর মালামালতো ডেভলপারের। আপনার নয়।  তিনি কোন সদুত্তর দিতে না পারায় ট্রাক আটক করে বিসিসির গোডাউনে নিয়ে যাওয়া হয়। সোহাগ জানান, মালিক কেউ হলেও নির্মানীধীন ভবনের মালামাল মধ্যরাতে কেন নিয়ে যাবে। তার উপর ভবনটি নিয়ে বিসিসির সাথে যেখানে মামলা চলমান রয়েছে। এটি মালামাল লুটের অপচেষ্টা বলে তিনি মনে করেন। এদিকে ভবনের দাবিদার আশিক জানান, এ জায়গাটি তার বাবার। আদালতের রায়ও পেয়েছেন। তবে তিনি স্বীকার করেন এ রায়ের বিরুদ্ধে আপিলও হয়েছে। তাহলে মামলা চলমান থাকার পরও কেন মধ্যরাতে মালামাল সরানো হচ্ছে জানতে চাইলে তিনি জানান, তিনি নন, ভাঙ্গারী কালাম মল্লিক ট্রাক নিয়ে এসে মালামাল নেয়ার চেষ্টা করে । এর সাথে তিনি জড়িত নন। কালামের বিপুল পরিমান টাকা পাওনা রয়েছে বলে তিনি জানান। বিসিসির সাথে এ ভবনটি নিয়ে মামলা রয়েছে, ডেভলপারও মামলা করেছেন যা তিনি জানেন বলেও জানান। তারপরও মধ্যরাতে গোপনে মালামাল সরানোর সময় কেন তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এর কোন সদুত্তর দিতে পারেননি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT