সময়ের আলোর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন সময়ের আলোর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন - ajkerparibartan.com
সময়ের আলোর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন

3:38 pm , March 2, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সময়ের আলোর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় বরিশাল প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বরিশালের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সঠিক সংবাদ পরিবেশনের মধ্যমে ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে সময়ের আলো। তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী দিনগুলোতে তথ্য ভিত্তিক সংবাদ দিয়ে দেশ ও জাতির কল্যানে এ পত্রিকাটি আরো ভূমিকা রাখবে। গণমাধ্যমকর্মীদের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, সংবাদ পত্র সমাজের দর্পন। আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন এটা আমাদের প্রত্যাশা। সময়ের আলো যে সংবাদ পরিবেশন করবে সেটি হবে সত্য সংবাদ। প্রধানমন্ত্রী বাংলাদেশকে কোথা থেকে কোথায় নিয়ে এসেছে সেটিকে তুলে ধরতে হবে। ভালো কাজের প্রত্যাশা করি সময়ের আলোর কাছ থেকে। এসময় তিনি পত্রিকার সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সময়ের আলোর বরিশাল ব্যুরো প্রধান এম মোফাজ্জেল। বক্তব্য রাখেন বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সহ সভাপতি কাজী আল মামুন, সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুর রহমান মিরন, বরিশাল সমাজ সেবা কার্যালয়ের প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ।
আরো উপস্থিত ছিলেন, বিসিসির সংরক্ষিত মহিলা কাউন্সিলর কহিনুর বেগম, সাবেক কাউন্সিলর কামরুন নাহার রোজি, প্রেসক্লাব সদস্য জিয়া উদ্দন বাবু, জাকির হোসেন, দৈনিক ইত্তেফাক পত্রিকার বরিশালের ব্যুরো প্রধান শাহিন হাফিজ, দৈনিক মতবাদ পত্রিকার বার্তা সম্পাদক খান রুবেল, ঢাকা পোষ্টের বরিশাল প্রতিনিধি সৈয়দ মেহেদী হাসান, নাগরিক টিভির বরিশাল প্রতিনিধি তন্ময় তপু, এখন টেলিভিশনের বরিশাল প্রতিনিধি অমিত হাসান, ভোরের আলোর বার্তা সম্পাদক তন্ম নাথ, ফটো সাংবাদিক পরিষদের সাংগঠনিক সম্পাদক আল আমিন সাগর প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান সময়ের আলোর বরিশাল ব্যুরো প্রধান এম. মোফাজ্জেল। আলোচনা সভা শেষে অতিথিদের নিয়ে কেক কাটেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT