স্ত্রীকে নির্যাতনকারী স্বামী কারাগারে স্ত্রীকে নির্যাতনকারী স্বামী কারাগারে - ajkerparibartan.com
স্ত্রীকে নির্যাতনকারী স্বামী কারাগারে

3:37 pm , March 2, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করা স্বামী আবির মাহমুদকে (২৮) কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। আবির গৌরনদীর সরিকল ইউনিয়নের হোসনাবাদ গ্রামের আমিনুল ইসলাম বাবুলের ছেলে। সে নোয়াখালীর সোনাপুরে ক্লাসিক প্রভিটা এগ্রো লিমিটেডে কর্মরত ছিলো। বৃহস্পতিবার দুপুরে নির্যাতিতা স্ত্রীর বড় ভাই খুলনা জেলার বাসিন্দা মামলার বাদী মাসুদ আলম জানান, ২০১৯ সালে গৌরনদীর হোসনাবাদ গ্রামের বাসিন্দা আবির মাহমুদের সাথে তার বোনের বিয়ে হয়। বিয়ের পর থেকে আবির ২০ লাখ টাকা যৌতুকের দাবিতে আমার বোনকে অমানুষিক নির্যাতন করে আসছিলো। তিনি আরও জানান, বোনের সুখের কথা চিন্তা করে যৌতুক হিসেবে আবিরকে পাঁচ লাখ টাকা দেয়া হয়। বাকি ১৫ লাখ টাকার জন্য আবির তার বোনকে প্রায়ই শারীরিক নির্যাতন করে আসছিলো। এমনকি যৌতুকের টাকার জন্য নির্যাতন চালিয়ে বোনের হাত ভেঙে দেয় আবির। এছাড়াও অন্য নারীর সাথে আবির পরকীয়ায় জড়িয়ে পরে। এতে বাঁধা দেওয়ায় আবির আমার বোন (তার স্ত্রী) অন্তরঙ্গ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে হেয়প্রতিপন্ন করে। এ ঘটনায় ২০২২ সালের ১৮ জুলাই নির্যাতিতার বড় ভাই মাসুদ আলম বাদি হয়ে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় আবিরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই মামলায় আবির উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছিলো। মাসুদ আলম আরও জানান, ২৮ ফেব্রুয়ারি দুপুরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-৯ এ স্থায়ী জামিনের জন্য আবির আবেদন করলে আদালতের বিচারক তার (আবির) জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT