নদীর পাড় কেটে সাবাড় করছে ইটভাটা মালিকরা নদীর পাড় কেটে সাবাড় করছে ইটভাটা মালিকরা - ajkerparibartan.com
নদীর পাড় কেটে সাবাড় করছে ইটভাটা মালিকরা

3:32 pm , February 27, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীর পাড়ের মাটি কেটে সাবাড় করছে অবৈধ ইটভাটার মালিকরা। অজ্ঞাত কারণে বিষয়টি আমলে নিচ্ছে না প্রশাসন।
হিজলা উপজেলার বড়জালিয়া, হিজলা গৌরবদী, মেমানিয়া, হরিনাথপুর ইউনিয়নের প্রায় অর্ধশতাধিক অবৈধ ইটভাটা গড়ে উঠেছে।এসব ইটভাটার মালিকরা আইনের তোয়াক্কা করছেন না। এসব ইটভাটা গুলোতে দিনরাত মেঘনা পাড়ের মাটি লুট করে নিয়ে যাচ্ছে। অনেক স্থানে এসব মাটি লুটের সাথে দালাল চক্র রয়েছে বলে জানা যায়। মাটি কাটার ফলে প্রতি বছর নদী ভাঙ্গনের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। উপজেলার মেঘনা পাড়ের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় অবৈধ ভাটায় নদীর দুই পাড়ের মাটি নিয়ে সাবাড় করে দিয়েছে। অবৈধ ভাটার মালিকরা হাজার হাজার একর কৃষি জমি ধ্বংস করছে। ভাটা মালিকরা প্রভাবশালী হওয়ার কারনে ভয়ে মুখ খুলতে পারছে সাধারন মানুষ। উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের তালুকদারের বাড়ির পিছনের শতশত একর কৃষি জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী। তিনি উপজেলা চেয়ারম্যান হওয়ায় ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পায় না। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, যারা মেঘনা পাড়ের মাটি কিংবা কৃষি জমির মাটি লুট করছেন তারা সবাই প্রভাবশালী। প্রতিবাদ করলে এলাকায় থাকতে পারবো না।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT