স্বামী হত্যায় স্ত্রী ও তার প্রেমিকের যাবজ্জীবন স্বামী হত্যায় স্ত্রী ও তার প্রেমিকের যাবজ্জীবন - ajkerparibartan.com
স্বামী হত্যায় স্ত্রী ও তার প্রেমিকের যাবজ্জীবন

3:29 pm , February 26, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের উজিরপুরে স্বামীকে বিষ খাইয়ে হত্যা মামলায় স্ত্রী ও তার প্রেমিককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো একমাস সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কেএম রাশেদুজ্জামান রাজা এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্তরা হলেন : একই উপজেলার কুড়ালিয়া এলাকার নিহত সুশান্ত বৈরাগীর স্ত্রী সেবিকা মন্ডল (২২) ও তার প্রেমিক ঝালকাঠী জেলার জগদীশপুর এলাকার মিঠুন হালদার (২৮)। মামলার নথির বরাতে আদালতের বেঞ্চ সহকারী কামরুল ইসলাম বলেন, ২০১৭ সালের ৭ নভেম্বর রাতে সুশান্তকে বিষ মেশানো ভাত ও শাপলা পাতা মাছ খেতে দেন তার স্ত্রী সেবিকা মন্ডল। এর কিছুক্ষণের মধ্যে সুশান্তর বমি শুরু হয়। তখন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯ নভেম্বর রাত ৩টার দিকে সুশান্ত বৈরাগীর মৃত্যু হয়। পরে নিহতের ভাই সুনীল বৈরাগী উজিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন। বেঞ্চ সহকারী আরো বলেন, মামলায় ২০১৯ সালের ৩১ ডিসেম্বর সিআইডির পরিদর্শক আলী আকবর আদালতে অভিযোগ পত্র দেন। ১৭ জনের সাক্ষ্য শেষে আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT