মেঘনায় মাছ ধরতে গিয়ে হামলার শিকার বাবা-ছেলে মেঘনায় মাছ ধরতে গিয়ে হামলার শিকার বাবা-ছেলে - ajkerparibartan.com
মেঘনায় মাছ ধরতে গিয়ে হামলার শিকার বাবা-ছেলে

2:36 pm , February 24, 2023

হিজলা প্রতিবেদক ॥ বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন বাবা ও ছেলে। হামলায় গুরুতর আহত বাবা ও  ছেলেকে হিজলা স্বাস্থ্যে কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। জানাগেছে বৃহস্পতিবার সকাল ৭ দিকে উপজেলার ধুলখোলা ইউনিয়নের আলীগঞ্জ বাজার এলাকার বাবুল সরদার (৫০) ও তার ছেলে সোহাগ সরদার(২৩) বসুপট্টি সংলগ্ন মেঘনা নদীতে মাছ শিকারে যায়। সেখানে অন্য জেলেরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় হিজলা থানায় একটি মামলা প্রক্রিয়াধীন। হামলার শিকার বাবুল সরদার জানান,  প্রতিদিনের ন্যায় ছেলেকে নিয়ে নদীতে মাছ ধরতে যায়। তারা নদীতে জাল পেতে মাছ শিকারের জন্য অবস্থান করছিলেন। তখন ধুলখোলা গ্রামের জেলে সোহেল খান, মরাজ খান, রিয়াজ খান, রুবেল খান,মাসুদ মাঝি, রাসেল সরদার সহ প্রায় ১৫ জনের অধিক জেলে এসে নদী থেকে জাল নিয়ে চলে যেতে বলে। তখন বাবুল সরদার ও ছেলে সোহাগ প্রতিবাদ করলে বাবা ছেলে কে এলোপাথাড়ি মারধর করে। তারা ডাকচিৎকার দিলে অন্য জেলেরা এসে উদ্ধার করে। হামলাকারীরা ট্রলারে থাকা জাল সহ সবকিছু লুটপাট করে নিয়ে যায়। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউনুস মিয়া জানান, মারামারির ঘটনায় একটি একটি অভিযোগ পেয়েছি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT