বরিশালে নানা আয়োজনে মাতৃভাষা দিবস পালিত বরিশালে নানা আয়োজনে মাতৃভাষা দিবস পালিত - ajkerparibartan.com
বরিশালে নানা আয়োজনে মাতৃভাষা দিবস পালিত

3:27 pm , February 22, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার রাতের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি পার্বত্য শান্তি চুক্তির রুপকার (মন্ত্রী) আবুল হাসানাত আব্দুল্লাহর পক্ষে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এসময় তার সাথে আরো উপস্থিত ছিলের বরিশাল বিভাগীয় কমিশনার আমিন উল আহসান,বরিশাল রেঞ্জ ডিআইজি এস.এম আক্তারুজ্জামান, পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, বরিশাল র‌্যাব-৮ এর  অধিনায়ক এবং বীর মুক্তিযোদ্ধা মাহাবুব উদ্দিন বীর বীর বিক্রম। এরপরই ভাষা সৈনিকদের প্রতি ওয়ার্ড কাউন্সিলরদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এসময় প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন, আয়েশা তৌহিদা লুনা সহ বিভিন্ন কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তিনি শহীদ মিনার পাদদেশে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেন। পরবর্তীতে একে একে শ্রদ্ধা নিবেদন করেণ বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, রেঞ্জ ডিআইজি আক্তারুজ্জামান, পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, বরিশাল জেলা  প্রশাসক জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম ,বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তালুকদার মোঃ ইউনুস, র‌্যাব-৮, মহানগর আওয়ামী লীগ, বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, জাতীয় পার্টির পক্ষে অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল ও ইকবাল হোসেন তাপসের শ্রদ্ধা নিবেদন করা হয়।
মঙ্গলবার সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ ভাষা সৈনিকদের স্মরনে বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব  মীর জাহিদুল কবির জাহিদের নেতৃত্বে  মহানগর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন মহিলা দল, শ্রমিক দল, যুবদল,স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল শ্রদ্ধা নিবেদন করে। এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড. আলী হায়দার বাবুল, যুগ্ম আহবায়ক আলতাফ মাহমুদ সিকদার, জিয়া উদ্দিন সিকদার, হাবিবুর রহমান টিপু, সদস্য নুরুল আলম ফরিদ। এর পূর্বে বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহবায়ক আবুল হোসেন খান ও সদস্য সচিব আবুল কালাম শাহিনের নেতৃত্বে জেলা বিএনপি, সদর উপজেলা বিএনপি, জেলা শ্রমিকদল, কৃষকদল,ছাত্রদল সহ বিভিন্ন সহযোগী সংগঠন শ্রদ্ধা নিবেদন করেণ। এসময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহবায়ক  কাজী এনায়েত হোসেন বাচ্চু, সদস্য সচিব রফিকুল ইসলাম সেলিম,সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মন্টু খান, যুগ্ম আহবায়ক জিয়াউল ইসলাম সাবু, আলহাজ্ব নুরুল আমিন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT