ভোলার একাধিক ইটভাটায় অভিযান, সীলগালাসহ অর্থদন্ড প্রদান ভোলার একাধিক ইটভাটায় অভিযান, সীলগালাসহ অর্থদন্ড প্রদান - ajkerparibartan.com
ভোলার একাধিক ইটভাটায় অভিযান, সীলগালাসহ অর্থদন্ড প্রদান

4:28 pm , February 20, 2023

দৈনিক আজকের পরিবর্তনে সংবাদ প্রকাশের পর

মো: আফজাল হোসেন, ভোলা ॥ ভোলার বিভিন্ন উপজেলার ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট। এসময় বিভিন্ন ইটভাটায় জরিমানাসহ দুটি ভাটা সীলগালা করে দেয়া হয়েছে। ১৯ ও ২০ ফেব্রুয়ারী অভিযানের অংশ হিসেবে জেলার চরফ্যাশন উপজেলার নাভানা, মাইশা, মহাজন, রিফাত, শানিমা নামক ইটভাটায় অভিযান চালানো হয়। অভিযানের খবরে নাভানা ইটভাটার সকলে পালিয়ে যায়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: আরাফাত হোসাইন সেটি সীলগালা করে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের জিম্মায় দিয়ে আসেন। অতপর মাইশা ব্রিকস নামক ইট ভাটায় দের লাখ টাকা জরিমানা করেন। এছাড়াও শানিমা, মহাজন ও রিফাত ব্রিকস নামক ইটভাটার মালিকদের জরিমানা করা হয়। রিফাত ব্রিকসকে ৫লাখ টাকা জরিমানা ও ইটভাটাটি সীলগালা করে দিয়ে স্থানীয় মেম্বর মো: নজরুল ইসলামের জিম্মায় রেখে আসেন। অভিযানে সর্বমোট সাড়ে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: আরাফাত হোসাইল বলেন, আমরা অভিযান চালাচ্ছি। বিভিন্ন পরিমানের অর্থদন্ড দেয়ার সাথে সাথে সকলকে সতর্ক করা হচ্ছে। সতর্ক করা হচ্ছে। একই সাথে অবৈধ বাংলা চিমনী ফেলে দেয়া হচ্ছে । অভিযান আগামীতেও অভ্যাহত থাকবে বলেও জানান তিনি। উল্লেখ্য, ভোলার ইটভাটায় কাঠ পোরানোর মহাউৎসব চলছে, উজার হচ্ছে বন শিরোনামে সংবাদ প্রচারিত হয় দৈনিক আজকের পরিবর্তন পত্রিকায়। এর ফলে জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযান শুরু করে। অভিযানে তারা বোরহানউদ্দিন ও লালমোহনের বিভিন্ন ইটভাটায় অর্থদন্ড প্রদান করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT