শহীদ মিনারে শুরু হয়েছে ৪ দিন ব্যাপী একুশের অনুষ্ঠানমালা শহীদ মিনারে শুরু হয়েছে ৪ দিন ব্যাপী একুশের অনুষ্ঠানমালা - ajkerparibartan.com
শহীদ মিনারে শুরু হয়েছে ৪ দিন ব্যাপী একুশের অনুষ্ঠানমালা

3:53 pm , February 19, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বাংলা, বাঙালি ও বাংলাদেশ চিরঞ্জীব-অবিনশ্বর স্লোগানে বরিশালে শুরু হয়েছে একুশের ৪ দিনব্যাপী অনুষ্ঠানমালা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক বাংলাদেশের একমাত্র ভিত্তিপ্রস্তর স্থাপনকৃত বরিশাল কেন্দ্রীয় শহিদ মিনারে এই অনুষ্ঠানমালা শুরু হয়েছে। বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের আয়োজনে ও বরিশাল সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় রোববার ২য় দিনের সমন্বয় পরিষদের সহ-সভাপতি বিনয় ভূষন মন্ডল সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান উপ-পরিষদের আহ্বায়ক সাঈদ পান্থ। অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন পঙ্কজ রায় চৌধুরী, সাইফুর রহমান মিরন, পাপিয়া জেসমিন, সুশান্ত ঘোষ ও হাসান মাহমুদ বাবু। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে জাতীয় কবিতা পরিষদের স্বরচিত কবিতা পাঠের পর আবৃত্তি আলেখ্য পরিবেশন করেন খেয়ালী পরিচালিত মীর মজতবা আলী সাংস্কৃতিক শিক্ষা কেন্দ্র। সংগীত পরিবেশন করে আপন সঙ্গীত সংগঠন, সুরলহরী, সঙ্গিতাঞ্জলী, জাতীয় রবীন্দ্র সংঙ্গীত সম্মিলন পরিষদ ও বাউল শিল্পী সংগঠন। সংস্কৃতি পরিষদের গীতি আলেখ্যর পর নৃত্য পরিবেশন করে তানসেন সঙ্গীত বিদ্যালয়। শেষে পঞ্চসিঁড়ি গ্রুপ থিয়েটারের পরিবেশনায় নাটক মানবতার শহর মঞ্চয়িত হয়। এর আগে আমন্ত্রিত সংগঠন হাসিমুখ পরিবার ও সুরের ছোঁয়া সঙ্গীত পরিবেশন করেন।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT