পঞ্চসিড়ির কক্ষ দখলের প্রতিবাদে ৭ সাংস্কৃতিক জোটের মানববন্ধন পঞ্চসিড়ির কক্ষ দখলের প্রতিবাদে ৭ সাংস্কৃতিক জোটের মানববন্ধন - ajkerparibartan.com
পঞ্চসিড়ির কক্ষ দখলের প্রতিবাদে ৭ সাংস্কৃতিক জোটের মানববন্ধন

3:59 pm , February 11, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর পঞ্চসিঁড়ি গ্রুপ থিয়েটার ভাঙ্গার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশ হয়েছে। শনিবার দুপুরে নগরীর প্রানকেন্দ্র সদর রোডে এ কর্মসূচী পালন করে  নগরীর ৭ সাংস্কৃতিক জোট।
বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ, বরিশাল বিভাগীয় দক্ষিণাঞ্চল শিল্পী পরিষদ, নজরুল সাংস্কৃতিক জোট, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও আবৃত্তি সংগঠন সমন্বয় পরিষদের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি নজমুল হোসেন আকাশ। বক্তব্য রাখেন সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক দেবাশীষ চক্রবর্তী, আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য আজমল হোসেন লাবু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সম্পাদক স্নেহাংশু বিশ্বাস, বরিশাল নাটকের সভাপতি কাজল ঘোষ, সাংস্কৃতিক জন তপঙ্কর চক্রবর্তী, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক প্রতিমা সরকার, শিশু সংগঠক শুভংকর চক্রবর্তী, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, পঞ্চসিঁড়ি গ্রুপ থিয়েটারের সভাপতি আতাউর গনি, সাধারন সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।
পঞ্চসিঁড়ি গ্রুপ থিয়েটারের সাধারন সম্পাদক মিজানুর রহমান বলেন, নগরীর বিউটি রোডে গণপূর্ত বিভাগের পুরনো একতলা ভবনের একটি কক্ষে গত ৪০ বছর ধরে পঞ্চসিঁড়ি গ্রুপ থিয়েটারের কার্যালয় হিসেবে ব্যবহার করেন। পাশের একটি কক্ষ জেলা পুলিশ ব্যবহার করতো। দুই মাসপূর্বে পুলিশ তাদের কক্ষ সংস্কার করার কথা বলে, পঞ্চসিড়ি কক্ষ দখলে নিয়েছে। তারা পঞ্চসিঁড়ি গ্রুপ থিয়েটারের মালামাল বাইরে ফেলে রেখেছে। এতে মালামাল নষ্ট হচ্ছে।
মিজান আরো বলেন, গণপূর্ত অধিদপ্তরের সাথে যোগাযোগ করেছি। তারা জেলা পুলিশকে বরাদ্দ দেয়নি কিংবা তাদের উচ্ছেদ করতে বলেনি। তারপরেও জেলা পুলিশ জোর করে কক্ষটি দখলে নিয়েছে।
আগামী ২১ ফেব্রুয়ারীর মধ্যে কক্ষের দখল ছেড়ে দেয়া না হলে কঠোর আন্দোলন করবে সাংস্কৃতিক কর্মীরা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT