বাবুগঞ্জে বিএনপির পদযাত্রায় পুলিশের বাঁধা বাবুগঞ্জে বিএনপির পদযাত্রায় পুলিশের বাঁধা - ajkerparibartan.com
বাবুগঞ্জে বিএনপির পদযাত্রায় পুলিশের বাঁধা

3:59 pm , February 11, 2023

বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বিএনপির কেন্দ্রীয় কমিটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য লাগামহীন বৃদ্ধি করে জনজীবন নাভিশ্বাস তুলেছে। হত্যা, গুম, নির্যাতন, মিথ্যা মামলা নিত্যদিনের ঘটনা। ভোটের নামে চলছে প্রহসন। তিনি আরো বলেন, আওয়ামীলীগ ভোট চুরি করে জোরপূর্বক ক্ষমতায় আছে। এই ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন অবাধ নিরপেক্ষ গ্রহনযোগ্য, অংশগ্রহনমূলক হয় নাই হবে না এবং বেগম খালেদা জিয়াকে নি.শর্ত মুক্তি দিতে হবে। তিনি পদযাত্রা শেষে বাবুগঞ্জ ব্রিজে সংক্ষিপ্ত সভায় তিনি এসব কথা বলেন। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে কেন্দ্রীয় নেতারা উপজেলা বিএনপি নেতাকমীদের নিয়ে রহমতপুর ব্রিজ থেকে তিন কিলোমিটার পথ পদযাত্রা করে বাবুগঞ্জ বন্দরে আসার সময় বরিশাল- মীরগঞ্জ সড়কের দুই প্রান্তে কয়েক শতাধীক যানচলাচলে বিঘœঘটে। বাবুগঞ্জ ব্রীজ অতিক্রমের চেষ্টা করলে বাবুগঞ্জ থানার ওসি মাহাবুর রহমানের নেতৃত্বে পুলিশ বিশাল পদযাত্রায় বাধা দেয়। বাবুগঞ্জ ব্রীজে অবস্থান নিয়ে সংক্ষিপ্ত সভা করেন। পদযত্রা সভায় বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল করিম হাওলাদারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাড. জয়নাল আবেদীন, জেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন খান, সদস্য সচিব এ্যাড. আবুল কালাম শাহিন, জেলা যুবদলের সাধারন সম্পাদক এ্যাড. এইচ এম তছলিম উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি মাহাফুজুর রহমান মিঠু, সহ-সভাপতি আরিফুর রহমান রবিন, বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ইসরাত হোসেন কচি তালুকদার, সদস্য সচিব অহিদুল ইসলাম প্রিন্স, সাবেক বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান শিমুল সিকদার, বিএনপির সদস্য আলহাজ্ব মোঃ কামাল সরদার, উপজেলা যুবদলের আহবায়ক রাকিবুল হাসান রাকিব, সদস্য সচিব এবায়দুল হক, যুগ্ন আহবায়ক মোঃ রতন তালুকদার, সিনিয়র যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম রাফি প্রমূখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT