দন্ডের ৩০ বছর পর আসামী গ্রেপ্তার দন্ডের ৩০ বছর পর আসামী গ্রেপ্তার - ajkerparibartan.com
দন্ডের ৩০ বছর পর আসামী গ্রেপ্তার

3:40 pm , February 9, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ ৩০ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি তিন বছরের দন্ডিত আসামীর। বুধবার রাতে তাকে গ্রেপ্তার করেছে বরিশালের উজিরপুর মডেল থানা পুলিশ।
দন্ডিত ওই আসামী ফিরোজ মল্লিক (৬০) উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের  কালিহাতা গ্রামের আবদুল মজিদ মল্লিকের ছেলে।
উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান বলেন, চুরি সংক্রান্ত মামলায় ১৯৯৩ সালে ফিরোজকে বরিশাল আদালত ৩ বছরের কারাদন্ডে দন্ডিত করে। মামলার পর থেকে পলাতক ছিলো ফিরোজ। দন্ডিত হওয়ার পর উজিরপুর থেকে পালিয়ে যায়। দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নাম ও ছদ্মবেশ ধারণ করে পালিয়ে ছিলো। সর্বশেষ গৌরনদীতে এসে অবস্থান নেয়। গোপনে সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকালে তাকে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। উজিরপুর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মেহেদী হাসান মিলন জানান, চুরির ঘটনায় ১৯৯৩ সালে মামলা হয় গ্রেফতার ফিরোজ মল্লিকের বিরুদ্ধে। মামলার পরপরই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। এরপর সাক্ষ্য প্রমানেরমধ্য দিয়ে বিচারিক কাজ শেষে ৩ বছরের সাজা দেয় আদালত। আর ওই সাজা এড়াতে ছদ্মবেশে নাম পরিবর্তন করে দীর্ঘ প্রায় ৩০ বছর ফিরোজ মল্লিক দেশের বিভিন্ন প্রান্তে পালিয়ে বেড়ান। এমনকি পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে মোবাইল ফোনও ব্যবহার করতেন না।এসআই বলেন, বর্তমানে গ্রেফতার ফিরোজ মল্লিকের বয়স ৬০ বছরের কাছাকাছি। যখন মামলাটি হয়েছিলো তখন তিনি যুবক বয়সী, স্ত্রী সন্তানও ছিলো। তবে তাদের ভালোবাসা উপক্ষো করে নিজের এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়  ফিরোজ। সবশেষ গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার সন্ধ্যায় বরিশালের গৌরনদী থানাধীন এলাকা থেকে ফিরোজ মল্লিককে গ্রেফতার করা হয়।  সেখানে সে ভাঙ্গারির ব্যবসার সাথে জড়িত রেখেছেন নিজেকে। এরআগে ফিরোজ ঢাকা ও বরিশালেও পালিয়ে বেরিয়েছেন। গ্রেফতারের পর প্রতিবেশীরাও ফিরোজকে শনাক্ত করে। পরে তাকে আদালতের মাধ্যমে বুধবার জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান এসআই মেহেদী হাসান মিলন।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT