বরিশালের ১৯০ টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এসএসসি পরীক্ষা বরিশালের ১৯০ টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এসএসসি পরীক্ষা - ajkerparibartan.com
বরিশালের ১৯০ টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এসএসসি পরীক্ষা

3:45 pm , February 6, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ ২০২৩ সালের এসএসসি পরীক্ষার জন্য কেন্দ্র তালিকা প্রকাশ করেছে বরিশাল শিক্ষা বোর্ড। এবার মোট ১৯০ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতকাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি বোর্ডের ওয়েব সাইটে প্রকাশ করা হয়। এবার গত বছরের চেয়ে ৩ নতুন টি কেন্দ্রে বৃদ্ধি করা হয়েছে। এর মধ্যে বরিশাল জেলায় ২ টি এবং অপরটি ভোলায়। তালিকা অনুযায়ী যথারীতি কেন্দ্র তালিকার শীর্ষে রয়েছে বরিশাল জেলা। এই জেলায় মোট কেন্দ্রের সংখ্যা ৬৮ টি। এছাড়া ভোলা জেলায় ২৫ টি,বরগুনায় ২৩ টি,পটুয়াখালীতে ৩৪ টি,পিরোজপুরে ২৩ টি, ঝালকাঠিতে ১৭ টি কেন্দ্র অনুমোদন দিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। তবে কেন্দ্রের নিজস্ব বিদ্যালয়ের পরীক্ষার্থীদের আসন ব্যবস্থা ভিন্ন ভেন্যুতে (পাশর্^বর্তী প্রাইমারী স্কুল, কলেজ,মাদরাসা) করতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই তালিকা শুধু মাত্র ২০২৩ সালের এসএসসি পরীক্ষার জন্য প্রযোজ্য।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT