কোষ্টগার্ডের অভিযানে ৭০ মন জাটকা জব্দ কোষ্টগার্ডের অভিযানে ৭০ মন জাটকা জব্দ - ajkerparibartan.com
কোষ্টগার্ডের অভিযানে ৭০ মন জাটকা জব্দ

3:31 pm , February 4, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ কোস্টগার্ডের সড়ক ও নৌ-পথের পৃথক দুই অভিযানে ৭০ মন জাটকা উদ্ধার হয়েছে। শুক্রবার দিনগত গভীর রাতে সড়ক পথে ও শনিবার ভোর রাতে কীর্তনখোলা নদীতে পৃথক অভিযান করা হয়। বরিশালে কোষ্টগার্ডের দুটি পৃথক অভিযানে ৭০ মন জাটকা জব্দ করা হয়। গত শুক্র ও শনিবার নগরীর আমতলা মোড় ও রসুলপুর সংলগ্ন কীর্তনখোলা নদীতে এই অভিযান দুটি পরিচালনা হয়।বিষয়টি কোষ্ট গার্ডের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১ টায় আমতলা মোড়ে একটি মালবাহী ট্রাকে অভিযান চালিয়ে ২২০০ কেজি জাটকা জব্দ করা হয়।অপরদিকে শনিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৬ টায় কীর্তনখোলা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৬০০ কেজি জাটকা জব্দ করা হয়। এ সময় জব্দকৃত জাটকার প্রকৃত মালিক উপস্থিত না থাকায় কাউকে আটক করা সম্ভব হয় নি।পরবর্তীতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামত ও মৎস্য কর্মকর্তা বিমল চন্দ্র দাসের উপস্থিতিতে জব্দকৃত জাটকাগুলো স্থানীয় মাদ্রাসা,এতিমখানা ও অসহায় দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT