বিএনপির বিভাগীয় সমাবেশ আজ বিএনপির বিভাগীয় সমাবেশ আজ - ajkerparibartan.com
বিএনপির বিভাগীয় সমাবেশ আজ

3:37 pm , February 3, 2023

পরিবর্তন ডেস্ক ॥ বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশ আজ ৪ ফেব্রুয়ারি দুপুর ২টায় নগরীর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।এ সমাবেশ প্রশ্নে বিভিন্ন স্থানে ক্ষমতাসীনদের বাধা-হুমকির অভিযোগও করছে তারা।যদিও এসব অভিযোগ উড়িয়ে দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ।বিষয়টি নিয়ে কোনো মাথাব্যথা নেই দাবি করলেও বিএনপি সমাবেশের নামে সন্ত্রাস-নৈরাজ্য করলে তা প্রতিহত করা হবে-এমনটাও বলছেন দলটির নেতারা।এদিকে সমাবেশকে সামনে রেখে বৃহস্পতিবার বিকেলে সদর রোডের দলীয় কার্যালয়ে মহানগর এবং দক্ষিণ ও উত্তর জেলা বিএনপির নেতাদের নিয়ে যৌথ প্রস্তুতি সভা হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান।সভায় উপস্থিত দলীয় একাধিক নেতা বলেন, ৪ ফেব্রুয়ারি বিভাগীয় সমাবেশ নিয়ে সভায় বিস্তারিত আলাপ-আলোচনা হয়েছে। যেকোনো মূল্যে সমাবেশ সফল করতে নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে।দলীয় সূত্রে জানা গেছে, বিভাগীয় সমাবেশ আয়োজনের জন্য নগরের বঙ্গবন্ধু উদ্যানের অনুমতি চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছিল বিএনপি।তবে সেখানে সাত দিনব্যাপী বিভাগীয় এসএমই মেলা চলায় বিকল্প হিসেবে বরিশাল জিলা স্কুল মাঠে সমাবেশের অনুমতি পেয়েছে দলটি।বিএনপির নেতা-কর্মীদের মুক্তি; গ্যাস, বিদ্যুৎ, নিত্যপণ্যের দাম কমানোসহ ১০ দফা দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের উপস্থিত থাকার কথা আছে।বরিশাল বিভাগীয় সমাবেশের দায়িত্বপ্রাপ্ত নেতা বিলকিস জাহান শিরিন বলেন, ‘বিভাগীয় সমাবেশের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। প্রচুর লোকসমাগম হবে বলে আমরা আশা করছি। তবে জিলা স্কুল মাঠ ছোট হওয়ায় কিছুটা সমস্যা হবে।এ জন্য অনেক লোককে বাইরে অবস্থান নিতে হবে।বেলস পার্কে (বঙ্গবন্ধু উদ্যান) সমাবেশ করতে পারলে ভালো হতো।তবে আমাদের প্রস্তুতি প্রায় গুছিয়ে এনেছি।’সমাবেশে সাধারণ মানুষ নিজেদের তাগিদে যোগ দেবেন দাবি করে তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, দেশবাসী ১০ দফা দাবিতে আজ ঐক্যবদ্ধ।তাই ৪ ফেব্রুয়ারির সমাবেশে সাধারণ মানুষ নিজেদের তাগিদেই যোগ দেবেন।এ ছাড়া আমরা এরই মধ্যে বিভাগের সাতটি সাংগঠনিক জেলা ও মহানগর এবং প্রতিটি উপজেলায় প্রস্তুতি সভা করেছি। এতে বিভাগজুড়ে বেশ সাড়া পড়েছে।’সমাবেশে বাধা দেওয়ার আশঙ্কা আছে কি না জানতে চাইলে বিলকিস আক্তার বলেন, গত বছরের ৪ নভেম্বরের অভিজ্ঞতা সবার মনে আছে।দুই দিন আগে বরিশালকে বিচ্ছিন্ন করা হয়েছিল।এর ফলে এক দিনের সমাবেশ তিন দিনব্যাপী হয়েছিল। মানুষ যে যার মতো করে চাল, ডাল, বিছানাপত্র নিয়ে তিন দিন আগে থেকে মাঠে অবস্থান নিয়েছিলেন।আওয়ামী লীগ জনস্রোত বন্ধ করতে পারেনি।এবারও আওয়ামী লীগ বাধা দেবে, হামলা-গ্রেপ্তার-নির্যাতন হবে-এটা ধরেই বিএনপি মাঠে নেমেছে।সমাবেশ সফল হবে এবং জনস্রোত কোনোভাবে আটকানো যাবে না।এদিকে গত ৫ নভেম্বর অনুষ্ঠিত বিভাগীয় সমাবেশ নিয়ে বরিশালে যতটা উত্তাপ আর উত্তেজনা ছিল, তার ছিটেফোঁটাও নেই এবারের সমাবেশ ঘিরে।সমাবেশ নিয়ে আওয়ামী লীগের যে তেমন কোনো আগ্রহ নেই, এর প্রমাণ মিলছে তাদের কর্মকা-েই।এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস বলেন, ‘শনিবার বিএনপি একটি সমাবেশ করবে শুনেছি। কিন্তু তা নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই।বিএনপি কী করতে পারে আর কী পারে না, সেটা এখন কেবল আমরা নই, সাধারণ মানুষও জানে।তাদের কর্মসূচি আর আন্দোলনের মানে হচ্ছে ‘যত গর্জে তত বর্ষে না’র মতো বিষয়।তারপরও আমরা চোখ-কান খোলা রাখব।তারা যদি সমাবেশের নামে শান্তি বিনষ্টের চেষ্টা করে তবে অবশ্যই তাদের প্রতিহত করা হবে।সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল।এখানে পুলিশসহ নানা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে। কী হচ্ছে বা না হচ্ছে, সেটা তারাই দেখবে।’এদিকে বিএনপি’র সমাবেশ ঘিরে নানা প্রস্তুতি নিয়েছে মেট্রোপলিটন পুলিশ। সমাবেশস্থলে এবং নগরীর প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন থাকবে অতিরিক্ত পুলিশ।সাদা পোষাকধারী এবং গোয়েন্দা সদস্যরাও সমাবেশ ঘিরে তৎপর থাকবে বলে জানিয়েছন সংশ্লিষ্ট কর্মকর্তারা।মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম জানান, বিএনপি’কে শান্তিপূর্ণ সমাবেশ করতে পরামর্শ দেয়া হয়েছে। জানমালের ক্ষতি কিংবা জনভোগান্তি হয় এমন সব কাজ থেকে তাদের বিরত থাকতে বলা হয়েছে।সমাবেশ ঘিরে কোনো ধরনের বিচ্ছৃংখলা হলে পুলিশ তাদের কঠোর হস্তে দমন করবে বলে জানান পুলিশ কমিশনার।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT