3:31 pm , February 3, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী নগরীর শ্রীনাথ চ্যাটার্জি লেনের বাসিন্দা ফারুক ইকবাল এর দাফন সম্পন্ন হয়েছে। চৈতন্য স্কুল মাঠে জানাজা শেষে শুক্রবার বাদ জুম্মা তাঁকে নগরীর মুসলিম গোরস্থানে সমাহিত করা হয়েছে। পারিবারিক সুত্রে জানা গেছে, ঔষধ ব্যবসায়ী ফারুক ইকবাল চিকিৎসার জন্য ঢাকার মোহাম্মদপুরে অবস্থান করছিলেন গত ২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে তিনি ডাক্তার দেখাতে ঢাকার মোহাম্মদপুরে যান। সেখানে অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। আশেপাশের পথচারীরা তাঁকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফারুক ইকবালকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতাল থেকে ফোন করে এ সংবাদ বরিশালে স্বজনদের জানানো হয়। তাঁর অকাল মৃত্যুতে আজকের পরিবর্তন পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ সহ নগরীর অনেকেই শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।