3:57 pm , February 2, 2023

আগৈলঝাড়া প্রতিবেদক ॥ আগৈলঝাড়ায় এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের আমবৌলা গ্রামের হাবিব মৃধার মেয়ে ও পয়সা স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী খাদিজাকে বুধবার বিকেলে লেখাপড়ার জন্য পরিবার থেকে গালমন্দ করা হয়। এ ঘটনায় খাদিজা পরিবারের উপর অভিমান করে বুধবার রাতে ঘরের ফ্যানের সাথে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরিবারের লোকজন দেখে থানা পুলিশ কে সংবাদ দেয়। গতকাল বৃহস্পতিবার সকালে এসআই শফিউদ্দিন লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। লাশ পোষ্টমর্টেমের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।