ছারছীনা শরীফের মাহফিল সম্পন্ন ছারছীনা শরীফের মাহফিল সম্পন্ন - ajkerparibartan.com
ছারছীনা শরীফের মাহফিল সম্পন্ন

3:52 pm , February 2, 2023

স্বরূপকাঠি প্রতিবেদক ॥ ছারছীনা দরবার শরীফের মরহুম পীর সাহেবদের ইছালে সওয়াব উপলক্ষে তিন দিন ব্যাপী মাহফিল ও হিজবুল্লাহ সম্মেলন শেষ হয়েছে। বৃহস্পতিবার ভোর ৫ টায় আখেরী মোনাজাতের মধ্য দিয়ে মাহফিল শেষ হয়। মোনাজাত পরিচালনা করেন বর্তমান পীর শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ। মোনাজাত পূর্ব বয়ানে পীর সাহেব বলেন দিন রাত কষ্ট করে যে ওয়াজ নসিহত শুনেছেন তা নিজের ও পরিবারের সকলের জীবনে প্রতিফলন ঘটাতে হবে। পৃথিবীতে চলছে ফ্যাতনা ফ্যাসাদ। এ থেকে রক্ষা পেতে বেশিবেশি আল্লাহ রসুলের কথা স্মরন করতে হবে। আত্ম শুদ্ধির মাধ্যমে সকলকে আল্লাওয়ালা হওয়া, নামাজি হওয়া, সুদ, ঘুষ বর্জনসহ সকল ইসলাম বিরোধী কার্যক্রম থেকে নিজকে ও সন্তানদের মুক্ত থাকার আহ্বান জানান। মোনাজাতের আগে তেলাওয়াত,হামদ নাথ ও ইসলামী সংগীত পরিবেশন করা হয়। মাওলানা আজম অহিদুল আলমের সঞ্চালনায় সোমবার থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত টানা তিন দিন দেশের বিভিন্ন এলাকা থেকে আগত দরবারের খাদেম ও সুহৃদ আলেম ওলামাগন ওয়াজ নসিহত করেন। বিশেষ করে পীর সাহেবের বড় জামাতা বরিশালের এবাদুল্লাহ মসজিদের খতীব মাওলানা নুরুর রহমান বেগ, বড় ছেলে আলহাজ¦ মাওলানা আবু নসর নেছার উদ্দিন হোসাইন আহম্মেদ,ছারছীনা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. সৈয়দ শরাফত আলী, উপাধ্যক্ষ মাওলানা রুহুল আমীন ছালেহী, শিক্ষক মাওলানা আজম অহিদুল আলম, মাওলানা বোরহান উদ্দিন, মাওলানা রুহুল আমীন আফসারী, মাওলানা মফিজ উদ্দিনসহ অন্যান্য ওলামাগন ওয়াজ নসিহত করেন।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT