আগৈলঝাড়ায় ১৫ দিন ধরে বসুন্ধরা এলপি গ্যাস বাজারে নেই আগৈলঝাড়ায় ১৫ দিন ধরে বসুন্ধরা এলপি গ্যাস বাজারে নেই - ajkerparibartan.com
আগৈলঝাড়ায় ১৫ দিন ধরে বসুন্ধরা এলপি গ্যাস বাজারে নেই

3:42 pm , January 28, 2023

প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে এলপি গ্যাস সিলিন্ডারের মুল্য

কেএম আজাদ রহমান, আগৈলঝাড়া ॥ আগৈলঝাড়ায় এলপি গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। গত ১৫ দিন ধরে বসুন্ধরা কোম্পানীর গ্যাস আগৈলঝাড়ায় সরবারহ না করায় অন্যান্য সিলেন্ডারের দাম প্রতিদিনই বৃদ্ধি করেছে। এতে বিপাকে পড়েছে গ্যাস ব্যবহারকারী বাসাবাড়ি ও ব্যবসায়ীরা। গ্যাস বিক্রেতা ও ডিলারদের সাথে কথা বলে জানা গেছে, দেশে ২৮টি কোম্পানী সিলিন্ডারে করে ডিলারদের মাধ্যমে খুচরা বিক্রেতাদের কাছে গ্যাস সরবরাহ করে। এ অঞ্চলে লিকুইড পেট্রোলিয়াম (এলপি গ্যাস) বসুন্ধরা, যমুনা, ওমেরা, লার্ভস, বেক্সিমকো, প্রেট্টোম্যাক্স, সেনা, ওরিয়ন, নাভানা, ইউনিক, বিএম, টোটাল, জি-গ্যাস, ডেলটা, দুবাই-বাংলাসহ ১৭টি কোম্পানী গ্যাস সরবরাহ করে। সরকার প্রতিমাসে একবার গ্যাসের দাম নির্ধারন করে। এরই ধারাবাহিকতায় গত ২ জানুয়ারী প্রতি ১২ কেজির সিলিন্ডারের মুল্য নির্ধারন করেন ১ হাজার ২৩৬ টাকা। শনিবার গ্যাসের ডিলাররা গ্যাস সংকটের অজুহাতে বৃহত্তম আগৈলঝাড়া এলাকায় খুচরা বিক্রেতাদের কাছে ১ হাজার ৩৭০ টাকায় প্রতি সিলিন্ডার বিক্রি করেছে। খুচরা বিক্রেতারা ১ হাজার ৪ শত টাকায় ক্রেতাদের কাছে বিক্রি করেছে। জানা গেছে, বসুন্ধরা, যমুনা, ওমেরা, বেক্সিমকো কোম্পানীর বাজারজাত করা গ্যাসের সিলিন্ডারের মুল্য অন্যান্য কোম্পানীর চেয়ে আরো ৫০ টাকা বেশী দরে বিক্রি করছে। এর মধ্যে ডিলারের লভ্যাংশ খুচরা বিক্রেতার মুনাফা ও পরিবহন খরচসহ সরকার গ্যাসের মুল্য ১ শত ২৩৬টাকা নির্ধারন করেন। আগৈলঝাড়ায় গ্যাসের কয়েক হাজার খুচরা গ্রাহক থাকলেও এর অর্ধেক গ্রাহক রয়েছে বসুন্ধরা এলপি গ্যাসের। বিগত ১৫দিন যাবত আগৈলঝাড়ায় এলাকায় বসুন্ধরা গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এতে ওই সকল গ্রাহক বাধ্য হয়ে অন্যান্য কোম্পানীর গ্যাস ব্যবহার করতে গিয়ে পড়েছে বিড়ম্ভনায়। বসুন্ধরা গ্যাসের গ্রাহকদের গ্যাস শেষ হওয়ার পরে খুচরা বিক্রেতার কাছে সিলিন্ডার জমা দিলে ব্যবসায়ী গ্যাস দিতে চাইলেও গ্রাহকরা তা মানতে নারাজ। বসুন্ধরার সিলিন্ডার (গ্যাস বিহীন) মুল্য ১ হাজার ৪শত টাকা। অন্য কোম্পানীর সিলিন্ডারের মুল্য ১ হাজার ১ শত টাকা। এ কারনে গ্রাহকরা পরেছে মহা বিড়ন্বনায়। অন্যদিকে খুচরা বিক্রেতারা বসুন্ধরা এলপি গ্যাসের সিলিন্ডার জমা রাখলেও বসুন্ধরা কোম্পানীর প্রতিনিধি ১৫ দিনে গ্যাস সরবরাহ করতে না আসায় তাদের মুলধন আটকে আছে ওই সিলিন্ডারের মধ্যে। উপজেলা ফুল্লশ্রী গ্রামের গ্যাস ব্যবহারকারী গ্রাহক রিপন ফকির জানায়, বাসায় গ্যাস শেষ হওয়ার পরে ক্রয় করতে গিয়ে দেখি বিক্রেতার কাছে বসুন্ধরা গ্যাস নেই। তাই বাধ্য হয়ে অন্য কোম্পানীর গ্যাস অতিরিক্ত দামে কিনেছি।
উপজেলা সদরের চা ব্যবসায়ী মিজান আকন বলেন, আগের মুল্যে গ্যাস কিনতে পারছিন না। গ্যাস শেষ হওয়ার পরে প্রতিবারই গ্যাসের দাম বৃদ্ধি মুল্যে কিনতে হয়েছে।
আগৈলঝাড়ায় খুচরা গ্যাস বিক্রেতা মামুন ফকির বলেন, বসুন্ধরা এলপি গ্যাস ১৫দিন ধরে আগৈলঝাড়ায় আসে না। অন্য কোম্পানীর প্রতিটি গ্যাসের সিলিন্ডার গতকাল শনিবার ১৩৭০টাকায় রেখেছি। বাধ্য হয়েই ১হাজার ৪শত টাকায় বিক্রি করতে হবে এবং প্রতিদিনই গ্যাস কোম্পানীগুলো দাম বাড়িয়ে নিচ্ছে।
এ ব্যাপারে প্রেট্টেম্যাক্স ও দুবাই-বাংলা কোম্পানীর ডিলার মো. দোলোয়ার হোসেন তপন বলেন, বর্তমানে ডলার সংকটের কারনে কোম্পানী সরকারের নিধারিত মুল্যে গ্যাস দিতে পারছে না। তাই আমার কোম্পানীসহ অন্যন্যা কোম্পানীর গ্যাসের মুল্য সরকারের নিধারিত মুল্যের সাথে সাংঘশিক।
বসুন্ধরা এলপি গ্যাসের ডিলার মো.সুমন হাওলাদার জানান, জাহাজে বিদেশ থেকে গ্যাস এসে পৌছায়নি। তাই এই অঞ্চলসহ সারাদেশে গ্যাসের সংকট চলছে। আশাকরি দুই একদিনের মধ্যেই কিছু গ্যাস বাজারে সরবরাহ করতে পারবো।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT