দুই লঞ্চ শ্রমিকদের মধ্যে মারামারিতে আহত ১ দুই লঞ্চ শ্রমিকদের মধ্যে মারামারিতে আহত ১ - ajkerparibartan.com
দুই লঞ্চ শ্রমিকদের মধ্যে মারামারিতে আহত ১

3:53 pm , January 9, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নৌ-বন্দরে ঢাকাগামী দুই লঞ্চে যাত্রী উঠানো নিয়ে কর্মচারীদের মধ্যে মারামারি হয়েছে। সোমবার রাতে এ ঘটনায় সুন্দরবন লঞ্চের ব্যবস্থাপক রক্তাক্ত জখম হয়েছে। তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আহত ব্যবস্থাপক হলো- মো. জাকির হোসেন। সে নগরীর জানুকিসিং রোডের বাসিন্দা।
বরিশাল সদর নৌ থানার ওসির দায়িত্বে থাকা এসআই মাসুম জানান, বরিশাল নৌ-বন্দরে ঢাকাগামী এমভি সুন্দরবন-১৬ ও এমভি পারাবাত-১৮ লঞ্চে যাত্রী উঠানো কলম্যানদের মধ্যে মারামারি হয়েছে। এতে সুন্দরবন লঞ্চের ব্যবস্থাপক জাকির আহত হয়েছে। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। সুন্দরবন-১৬ লঞ্চের সুপারভাইজার মো. সিরাজ বলেন, পারাবাত -১৮ লঞ্চের কলম্যানরা ঘাটের প্রবেশ পথ আগলে যাত্রীদের টানা-হেচড়া করে। এ বিষয়ের প্রতিবাদ করা নিয়ে দুই লঞ্চের কলম্যানদের সাথে ধাক্কাধাক্কি হয়। কিছুক্ষন করে লাঠিসোটা নিয়ে পারাবাত-১৮ লঞ্চের কর্মচারীরা হামলা করে। তারা লাঠি দিয়ে জাকিরের মাথায় আঘাত করে। এতে জাকিরের মাথায় রক্তাক্ত জখম হয়েছে।পারাবত লঞ্চের ম্যানেজার মো. সেলিম জানান, দুই লঞ্চের কর্মচারীদের মধ্যে কথাকাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। এতে একজনের মাথায় আঘাত পেয়েছে। বিষয়টি নিজেরা বসে সমাধানের চেষ্টা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সুন্দরবন লঞ্চের ডেকের ভাড়া ২৫০ টাকা করে। কিন্তু পারাবত লঞ্চের কর্মচারীরা ২০০ টাকা করে হাক দিয়ে যাত্রী উঠায়। এ নিয়ে দুই লঞ্চের কর্মচারীদের মধ্যে মারামারি হয়েছে। ঘটনার পর নৌ-থানার ও কোতয়ালী মডেল থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT