৮ দিন পর স্বরূপকাঠি-ইন্দ্রেরহাট ফেরি চলাচল শুরু ৮ দিন পর স্বরূপকাঠি-ইন্দ্রেরহাট ফেরি চলাচল শুরু - ajkerparibartan.com
৮ দিন পর স্বরূপকাঠি-ইন্দ্রেরহাট ফেরি চলাচল শুরু

3:02 pm , January 3, 2023

স্বরূপকাঠি প্রতিবেদক ॥ স্বরূপকাঠিতে ৮দিন বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল থেকে স্বরূপকাঠি-ইন্দ্রেরহাট ফেরি চলাচল শুরু হয়েছে।  সন্ধ্যানদীর আকস্মিক ভাংগনে নদীর পশ্চিম পাড়ের ইন্দ্রেরহাট ফেরি ঘাটের গ্যাংওয়ে নদীতে ডুবে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ ছিল। ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় যানবাহনসহ জনচলাচলের দুর্ভোগের অবসান হয়েছে। ফেরি চালক মো. আরিফুল ইসলাম মৃধা জানান, সন্ধ্যানদীর ভাংগনের ফলে ইন্দ্রেরহাট ফেরিঘাটের গ্যাংওয়ে ডুবে যাওয়ায় ৮ দিন ফেরি চলাচল বন্ধ ছিল। তিনি আরও জানান, পটুয়াখালী থেকে ক্রেন এনে  গ্যাংওয়ে তুলে ডাইভারশন সড়কে পুনঃস্থাপন করে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে। গত ২৭ ডিসেম্বর দৈনিক সমকালে এ সংক্রান্ত একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।
প্রসংগত, গত সোমবার (২৬ ডিসেম্বর) ভোররাতে সন্ধ্যানদীর আকস্মিক ভাংগনে নদীর পশ্চিম পাড়ের ইন্দ্রেরহাটের ফেরিঘাটের গ্যাংওয়ে নদীতে তলিয়ে যায় এবং ঘাটসংলগ্ন তিনটি দোকান মালামালসহ নদীতে বিলীন হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT