বরিশাল বোর্ডে ফেল থেকে পাস করেছে ১২ জন, বেড়েছে জিপিএ-৫ বরিশাল বোর্ডে ফেল থেকে পাস করেছে ১২ জন, বেড়েছে জিপিএ-৫ - ajkerparibartan.com
বরিশাল বোর্ডে ফেল থেকে পাস করেছে ১২ জন, বেড়েছে জিপিএ-৫

3:26 pm , December 24, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ এসএসসি পরীক্ষার ঘোষিত ফলাফলের পুণ:নিরীক্ষনে বরিশাল বোর্ডে ফেল থেকে পাস করেছে ১২ জন শিক্ষার্থী। গ্রেড পরিবর্তন হয়েছে ৭৬ জনের। শনিবার পুণ:নিরীক্ষনের ফলাফল ঘোষণা করা হয় বলে বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন জানিয়েছেন। তিনি জানান, পুণ:নিরীক্ষনের ফলাফলে মোট ৭৬ জন পরীক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২৮ জন। জিপি ৫ পাওয়া ১৫ শিক্ষার্থীর নম্বর বেড়েছে। তিনি জানান, মোট ৫ হাজার ৫০৬ শিক্ষার্থী ১০ হাজার ৯৯৪ টি উত্তরপত্র পুণ:নিরীক্ষার আবেদন করে। গত ২৮ নভেম্বর সারা দেশে একযোগে এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। পরের দিন থেকেই পুণ: নিরীক্ষনের আবেদন গ্রহণ করে বোর্ড কর্তৃপক্ষ। বরিশাল শিক্ষা বোর্ডের ৯৪ হাজার ৮৭১ শিক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে পাস করে ৮৫ হাজার ১৪ পরীক্ষার্থী। এছাড়া ১০ হাজার ৬৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। পুণ:নিরীক্ষনে পাস করা ১২ জন বেড়ে এখন দাঁড়িয়েছে ৮৫ হাজার ২৬  জনে। জিপিএ ৫ পাওয়ার সংখ্যা হয়েছে ১০ হাজার ৯৬ জন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT