পার্বত্য শান্তি চুক্তি দিবস কোন রাজনৈতিক প্রোগ্রাম নয় -সিটি মেয়র পার্বত্য শান্তি চুক্তি দিবস কোন রাজনৈতিক প্রোগ্রাম নয় -সিটি মেয়র - ajkerparibartan.com
পার্বত্য শান্তি চুক্তি দিবস কোন রাজনৈতিক প্রোগ্রাম নয় -সিটি মেয়র

3:19 pm , December 2, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ পার্বত্য শান্তি চুক্তি দিবস কোন রাজনৈতিক প্রোগ্রাম নয়, দেশের একটি অর্জন বলে মন্তব্য করেছেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। শুক্রবার পার্বত্য শান্তি চুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে নগরীতে আয়োজিত সমাবেশে উদ্বোধক মেয়র বলেন,দাদা আব্দুর রব সেরনিয়াবাত বঙ্গবন্ধুর বিশ্বস্থ ছিলেন। তাই তাকে তিস্তা চুক্তিসহ বিশ্বস্থ অনেক কাজ দিয়েছেন। সেই ধারাবাহিকতায় বাবা আমাদের রাজনৈতিক অভিভাবক আবুল হাসানাত আব্দুল্লাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় শান্তি চুক্তি করে পাহাড়ে শান্তি বয়ে এনেছেন। বঙ্গবন্ধুর সাথে আমাদের হত্যা করে দেশকে পাকিস্থান বানাতে চেয়েছিলো কিন্তু হয় নাই। নগরীর ফজলুল হক এভিনিউতে নগরীতে স্মরণকালের বৃহত্তম সমাবেশে সমাবেশে বক্তারা বলেছেন, পার্বত্য চট্টগ্রামে চুক্তির ফলে পাহাড়ে শান্তি ফিরে আসেছে।‘পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি সারা বিশে^ ব্যাপকভাবে স্বীকৃতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী এ পদক্ষেপের ফলে পাহাড়ে শান্তি ফিরে আসেছে।’ বক্তারা বলেন, পার্বত্য শান্তি চুক্তির সুফল হিসেবে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, অবকাঠামোরসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে।  সাধারণ মানুষের সামাজিক অবস্থান ও জীবনমান উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং বরিশালের রাজনৈতিক অভিভাবক আবুল হাসানাত আবদুল্লাহর স্বাক্ষরে সম্পাদিত পার্বত্য শান্তি চুক্তি যেমন পাহাড়ে শান্তি এনেছে, তেমনি প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে দেশে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। একটি ষড়যন্ত্রকারী মহল দিবাস্বপ্নের মাধ্যমে দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করার অপচেষ্ঠা চালাচ্ছে। বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে এ সমাবেশ ও র‌্যালি বের করা হয়। বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. একেএম জাহাঙ্গীরের সভাপতিতে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠানের উদ্ধোধক ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরণিযাবাত সাদিক আবদুল্লাহ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। এছাড়া বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. তালুকদার মোঃ ইউনুস, মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাড, গোলাম আব্বাস চৌধুরী দুলালসহ নগরীর বিভিন্ন সরকারি কলেজের অধ্যক্ষরা বক্তব্য রাখেন। সমাবেশ শেষে বিশাল এক শোভাযাত্রা বের হয়।বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে পার্বত্য শান্তি চুক্তির ২৫তম বর্ষপূর্তি উদযাপন এর র‌্যালীর শুভ সুচনা করা হয়।  হাজারো মানুষের অংশগ্রহনের শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রায় দলমত নির্বিশেষে সকলে মিলে বর্ণিল পোষাক ও ব্যানার এবং ফেস্টুন হাতে নিয়ে অংশগ্রহণ করেন। এর অঅগে জুম্মার নামাজের পরপরই নগরীর প্রতিটি ওয়ার্ড থেকে খন্ড, খন্ড মিছিল নিয়ে দলীয় নেতাকর্মীরা সমাবেশস্থলে হাজির হতে শুরু করে। সমাবেশ শুরুর আগেই অগনিত মানুষের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ন হয়ে উঠে সমাবেশস্থল ও এর আশপাশের এলাকা। দুপুর থেকে সন্ধ্যা অবধি মিছিলের নগরীতে পরিনত হয় পুরো বরিশাল নগরী। রাস্তার দুপাশে দাঁড়িয়ে শোভাযাত্রা উপভোগ করা জনতারা বলেন, সাম্প্রতিক সময়ে এতোবড় শোভাযাত্রা তারা আর দেখেননি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT