3:50 pm , November 25, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নৌ-বন্দরের পর দ্বিতীয়বার ঢাকার সদর ঘাটে উদ্বোধন করা হয়েছে এমভি সুন্দরবন -১৬ লঞ্চ। বৃহস্পতিবার সদরঘাটে বরিশাল-ঢাকা রুটের এ নৌযান দ্বিতীয়বারের মতো উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী ও নৌ-পরিবহন প্রতিমন্ত্রী। বিকেল চারটায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ অভ্যন্তরীন নৌ চলাচল যাত্রী পরিবহন সংস্থার সভাপতি মাহবুব উদ্দিন আহমদ বীরবিক্রম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি। উদ্বোধক ছিলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন, বরিশাল -৩ আসনের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু এমপি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোঃ আমিনুল ইসলাম খান, নৌ পুলিশের অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম, বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক, বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন অধিদপ্তরের মহা পরিচালক মো. নিজামুল হক (ট্যাজ), বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশন এর সভাপতি আলহাজ্ব মোঃ ইকবাল হোসেন, বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন কর্তৃপক্ষের সদস্য (অর্থ) আব্দুল সত্তার। শুভেচ্ছা বক্তব্য দেয় সুন্দরবন নেভিগেশনের চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু।