বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের অধিভুক্ত হওয়ার পত্র পেয়েছে বরিশাল সাংবাদিক ইউনিয়ন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের অধিভুক্ত হওয়ার পত্র পেয়েছে বরিশাল সাংবাদিক ইউনিয়ন - ajkerparibartan.com
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের অধিভুক্ত হওয়ার পত্র পেয়েছে বরিশাল সাংবাদিক ইউনিয়ন

3:14 pm , November 16, 2022

খবর বিজ্ঞপ্তির ॥ বরিশাল সাংবাদিক ইউনিয়ন এখন থেকে সাংবাদিকদের জাতীয় সংগঠন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের অধিভুক্ত হয়েছে। এ সংক্রান্ত অনুমোদন পত্র বুধবার বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনিরুল আলম স্বপন এর হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি ওমর ফারুক এবং সংগ্রামী মহাসচিব দ্বীপ আজাদ।  অন্যানের মধ্যে এসময় উপস্থিত ছিলেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের  সাধারণ সম্পাদক আখতার হোসেন, ডিইউজে নেতা রাজু হামিদ প্রমুখ। জাতীয় প্রেসক্লাব ভবনের বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে অনুমোদনপত্র হস্তান্তরকালে জাতীয় নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, বরিশাল একটি বিভাগীয় ঐতিহ্যবাহী শহর। এ শহরের সাংবাদিকরা সাংবাদিকদের সংগঠন বরিশাল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের অধিভুক্ত ১৩তম অঙ্গ সংগঠন হিসেবে যুক্ত হওয়ায় সাংবাদিকদের  অধিকার ও কল্যানে গতিশীলতা বাড়বে। সেক্ষেত্রে বরিশালের সাংবাদিকেরা এ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT