সাকুরা পরিবহনের বিচার দাবীতে বরিশাল-পটুয়াখালী সড়ক অবরোধ ববি শিক্ষার্থীদের সাকুরা পরিবহনের বিচার দাবীতে বরিশাল-পটুয়াখালী সড়ক অবরোধ ববি শিক্ষার্থীদের - ajkerparibartan.com
সাকুরা পরিবহনের বিচার দাবীতে বরিশাল-পটুয়াখালী সড়ক অবরোধ ববি শিক্ষার্থীদের

2:39 pm , November 8, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ সাকুরা পরিবহনের চালকসহ সংশ্লিষ্টদের বিচারের দাবিতে বরিশাল-পটয়াখালী সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। মঙ্গলবার সন্ধ্যা ৬ টা থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় পুলিশ ফাড়ির ইনচার্য এসআই মশিউর রহমান। তিনি জানান, গত ৬ নভেম্বর ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গার মাধবপুরে সাকুরা পরিবহনের বেপরোয়া একটি বাস গাছের সাথে ধাক্কা দেয়। এতে ওই বাসে থাকা বরিশাল বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী ইসমাইল খলিল ইমন আহত হয়। মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়েছে। সহপাঠীর অকাল মৃত্যুর জন্য শিক্ষার্থীরা সাকুরা পরিবহন কর্তৃপক্ষকে দায়ী করেছে। তাই তাদের বিচারের দাবীতে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নিয়ে অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসআই মশিউর আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করছেন। এক ঘন্টা ধরে সড়ক অবরোধ থাকায় দুই পাশে প্রচুর যানবাহন আটকা পড়েছে। শিক্ষার্থীরা বলেন, পটুয়াখালী-বরিশাল -ঢাকা রুটে চলাচলকারী সাকুরা পরিবহন বেপরোয়া গতির কারনে প্রায়ই দুর্ঘটনার শিকার হয়। কিন্তু আইনগত কার্যকর কোন ব্যবস্থা না নেয়ার কারনে তারা প্রতিবারই পার পেয়ে যায়। এ অবস্থায় আমরা ঘাতক চালকসহ পরিবহন সংশ্লিষ্ট যাদের গাফিলতিতে এ দুর্ঘটনা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। মহানগর পুলিশের বন্দর থানার ওসি আসাদুজ্জামান জানিয়েছেন, শিক্ষার্থীদের সাথে আলোচনা করে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT