গণসমাবেশে যোগ দেয়ায় চরফ্যাশনে বিএনপির নেতাকর্মীদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা গণসমাবেশে যোগ দেয়ায় চরফ্যাশনে বিএনপির নেতাকর্মীদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা - ajkerparibartan.com
গণসমাবেশে যোগ দেয়ায় চরফ্যাশনে বিএনপির নেতাকর্মীদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

2:50 pm , November 6, 2022

ভোলা অফিস ॥ বরিশালে বিএনপির গণসমাবেশে যোগ দেয়ায় ভোলার চরফ্যাশন ঢালচরে বিএনপির নেতাকর্মীদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় অন্তত ৩ জন আহত হয়েছে। যুব ও ছাত্রলীগ এই হামলা করেছে বলে অভিযোগ ঘটনার শিকারদের। পুলিশ বলছে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। ঘটনার শিকার এবং পুলিশ সুত্রে জানাযায়, রবিবার বাদ আসর ঢালচর জাতীয়তাবাদী মৎস্য দলের সাধারন সম্পাদক মো: হারুন পন্ডিতের বাড়িতে হামলা চালায়। এসময় তাকে মারধর করে এবং ভাংচুর চালায় বাড়িতে। এর পরেই মাগরিব এর আগেই বাজারে উঠে বিএনপির সহ-সভাপতি মো: মোসলেহ উদ্দিন মাঝি, যুবদল নেতা মো: মঞ্জু খন্দকার, সাবেক মেম্বার মো: মোস্তাফিজুর রহমান ও মো: অহিদ মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর করে। এসময় তাদেরকে মারধর করে। খবর পেয়ে ঢালচর পুলিশ তদন্ত কেন্দ্র থেকে ইনচার্জ মো: আশ্রাফুর রহমান এর নেতৃত্বে ফোর্স এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। হামলা ও ভাংচুরের খবরে পুরো এলাকায় সাধারন মানুষ এবং ব্যবসায়ীদের মাঝে তীব্র আতংক ছড়িয়ে পরে। এবিষয় চরফ্যাশন উপজেলার দক্ষন আইচা থানার ঢালচর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: আশ্রাফুর রহমান ঘটনার সত্যতা শিকার করে বলেন,খবর পেয়েই দ্রুত চলে এসেছি। হারুন পন্ডিতের বাড়িতে হামলার কথা শুনেছি। তার সাথে যোগাযোগ করতে পারিনি। বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রনে রয়েছে। বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT