ঝালকাঠিতে স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় স্বামীর উপর হামলার ঘটনায় মামলা ঝালকাঠিতে স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় স্বামীর উপর হামলার ঘটনায় মামলা - ajkerparibartan.com
ঝালকাঠিতে স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় স্বামীর উপর হামলার ঘটনায় মামলা

3:10 pm , October 30, 2022

ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠিতে স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় স্বামীর উপর হামলার ঘটনায় আদালতে মামলা করেছে স্বামী। মামলা সূত্রে জানা যায়, ঝালকাঠি সদর উপজেলার মির্জাপুর গ্রামের খবির উদ্দিনের পুত্র মো: মজিবুর রহমান স্ত্রী নিয়ে ১৬ অক্টোবর বেলা ১১টায় ঘরের ব্যবহার্য জিনিস পত্র ক্রয়ের জন্য স্ত্রী তাছলিমা বেগমকে নিয়ে শেখের হাট বাজারের উদ্দেশ্যে রওয়ানা দেয়। শেখের হাট বাজারের আ: ছালামের মিষ্টির দোকানের সম্মুখে রাস্তার উপর পৌছুলে আয়জদ্দিনের পুত্র বেল্লাল হাওলাদার, মন্নান হাওলাদার এর পুত্র হালিম হাওলাদার স্ত্রীকে কটুক্তি করে। মজিবর প্রতিবাদ করলে কথা কাটাকাটির এক পর্যায়ে লোহার রড দিয়ে মারধর করে একটি হাত ভেঙ্গে দেয়। তার স্ত্রীকেও মারধর করে শরীরের কাপড় চোপর টেনে হিচড়ে ছিড়ে ফেলে। এতে মজিবর আহত হয়ে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসার জন্যে ভর্তি হয়। এ ঘটনায় ঝালকাঠি আদালতে মজিবর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন । বিচারক অভিযোগ আমলে নিয়ে ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জকে মামলাটি এজাহারভুক্ত করার আদেশ দেন। বাদী মো: মজিবর সাংবাদিকদের জানান, আমার প্রথম স্ত্রী মৃত্যুবরণ করায় একই গ্রামের মোসা: ছালেহা বেগমকে দ্বিতীয় বিবাহ করি। নতুন স্ত্রীকে নিয়ে শেখের হাট বাজারে যাওয়ার পথে বিবাদীরা আমার স্ত্রীকে নিয়ে কটুক্তি করে এবং অশালিন গালিগালাজ করে। আমি উহার প্রতিবাদ করলে আমাকে হামলা করে এবং আমার স্ত্রীকে মারধর করে কাপড়চোপর ছিড়িয়া ফেলে। আমি এ ঘটনায় ঝালকাঠি আদালতে মামলা দায়ের করেছি। এ ব্যাপারে ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ মো: খলিলুর রহমানের নিকট জানতে চাইলে তিনি বলেন কাগজ পত্র না দেখে কিছু বলা যাবে না

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT