আগামী সরকার বিরোধী আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান আগামী সরকার বিরোধী আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান - ajkerparibartan.com
আগামী সরকার বিরোধী আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান

3:10 pm , October 13, 2022

নেতৃত্বের স্বাদ সকলেই পাবেন

নিজস্ব প্রতিবেদক ॥ ওয়ার্ড কমিটি নিয়ে বর্তমান মহানগর বিএনপির আহবায়ক কমিটিকে চাপে রাখতে বিভিন্ন স্থানে কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিলসহ হামলার অভিযোগ উঠেছে পদবঞ্চিতদের বিরুদ্ধে। তবে বিষয়টিকে মোটেই পাত্তা দিচ্ছেন না মহানগর আহবায়ক কমিটির নেতৃবৃন্দ। তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে ওয়ার্ড কমিটি গঠন করে যাচ্ছেন। ইতিমধ্যে ৩০টি ওয়ার্ডের মধ্যে ১৪টি কমিটি গঠন সম্পন্ন হয়েছে। তবে এ ব্যাপারে আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ কাউকে দোষারোপ করতে চাচ্ছেন না। তাদের দাবি বিএনপি দেশের বড় একটি দল। সেখানে নেতাকর্মীও অসংখ্য। সকলেরই ইচ্ছা থাকে নেতৃত্ব দেয়ার। এ কারনে কিছুটা ভুল বোঝাবুঝি এবং কিছু মানুষের ইন্ধনে বিক্ষোভ মিছিলের ঘটনা ঘটেছে। তবে তা আমাদের কিছুটা চাপের রাখার জন্য। বিষয়টি আমরা ইতিবাচক দৃষ্টিতে দেখছি। বিএনপি একটি গণতান্ত্রিক দল। এখানে ছোট বড় সকলের মত প্রকাশের অধিকার রয়েছে। আমাদের দাবিটা হচ্ছে বিক্ষোভ না করে কিভাবে দলকে সামনের দিকে এগিয়ে নেয়া যায় এবং আগামী সরকার বিরোধী আন্দোলন সংগ্রাম কিভাবে বেগবান করা যায় সে বিষয়টি আমাদের আগে প্রাধান্য দিতে হবে। এতে আন্দোলন সফল করার মধ্য দিয়ে চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে এ স্বৈরাশাসকের মসনদ তছনছ করে দেয়া হবে। এক নায়কতন্ত্র এবং একজনের এক পদ এ বাস্তবায়নে তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা বাস্তবায়ন করা হচ্ছে। পর্যায়ক্রমে সকলেই নেতৃত্বের স্বাধ গ্রহন করতে পারবেন। এ মুহূর্তে দলের মধ্যে বিভাজন করার কোন সুযোগ নেই। এদিকে নবগঠিত ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন, যে ক’টি ওয়ার্ড কমিটি গঠিত হয়েছে তার মধ্যে দুই একটি কমিটিতে সিনিয়র নেতারা সুযোগ না পাওয়ায় বিদ্রোহ দেখা দিয়েছে। এছাড়া বেশীরভাগ কমিটিকে সাধুবাদ জানিয়েছেন প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মী ও সমর্থকরা। তবে অভিযোগ রয়েছে কিছু নেতাকর্মী এ আহবায়ক কমিটির নেতৃবৃন্দকে তাদের অবস্থান নড়েবড়ে করার জন্য এক নেতার বাসায় বসে গোপন বৈঠক করে বিক্ষোভ মিছিল থেকে শুরু করে ঝাড়ু নিয়ে মিছিল করার। এতে করে পরবর্তী ওয়ার্ড কমিটি করতে তাদের মারাত্মক চাপের মধ্যে থাকতে হবে। তাছাড়া এ আহবায়ক কমিটির নেতৃত্বে দলীয় প্রতিটি কর্মসূচী সফলভাবে সম্পন্ন হয়েছে। তাও অনেককে সমস্যা ফেলে দিয়েছে। তাছাড়া আগামী ৫ নভেম্বর বিভাগীয় সমাবেশ। ওই সমাবেশ যাতে এ নেতৃত্বে সফল হতে না পারে তারও একটি ষড়যন্ত্র রয়েছে ওয়ার্ড কমিটি বাতিলের বিক্ষোভে। ৭নং ওয়ার্ডের নতুন আহবায়ক কমিটির সদস্য সচিব খসরু বলেন, ১২ অক্টোবর দুপুরে কে বা কারা মিছিল করেছে এবং তাদের মিছিলে কারা হামলা করেছে তা কিছুই তিনি জানেন না। মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য জহিরুল ইসলাম লিটু বলেন, নগরীর ৭নং ওয়ার্ডের কমিটি ঘোষণা হয়েছে ১ অক্টোবর, কারো মধ্যে ক্ষোভ থাকলে তার পরদিন প্রকাশ করবে কিন্তু সেখানে ১৩ দিন পরে একটি মিছিল ও সেই মিছিলে হামলা হয়েছে। যা ছিল মিডিয়ার কাভারেজ নেয়ার জন্য। অন্যদিকে এ সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে সজাগ দৃষ্টি রাখতে অনুরোধ জানিয়েছে বরিশাল মহানগর বিএনপি। গতকাল এক প্রেসবিজ্ঞপ্তিতে দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মহানগর বিএনপির সদস্য জাহিদুর রহমান রিপন জানান, যে সময়ে মহানগর বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা ৫ নভেম্বরের সমাবেশ সফলের লক্ষে কাজ করছে. ঠিক সেই মুহুর্তে সরকারের এজেন্সির নির্দেশে সমাবেশ বানচালের জন্য একটি কুচক্রী মহল বিভিন্ন ওয়ার্ডে অসাংগঠনিক কার্যক্রম চালাচ্ছে বলে দাবি করেন তিনি। এ ব্যাপারে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার বলেন, দীর্ঘদিন বরিশালে বিএনপির রাজনীতি করেন সেখানে বেছে বেছে ত্যাগী নেতাদের বাদ দেয়ার কথা শুনতে পাচ্ছেন। বিষয়টি কেন্দ্র দেখবেন বলে জানান তিনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT