গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে ৪ বীমা কর্মকর্তা বরখাস্ত গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে ৪ বীমা কর্মকর্তা বরখাস্ত - ajkerparibartan.com
গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে ৪ বীমা কর্মকর্তা বরখাস্ত

3:28 pm , October 4, 2022

এস মিজানুল ইসলাম, বানারীপাড়া সংবাদদাত ॥ বানারীপাড়ায় গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে ৪ বীমা কর্মকর্তাকে রূপালী লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের  মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম কিবরিয়া বরখাস্ত করেছেন।
অর্থ আত্মসাতের অভিযোগে বরখাস্তকৃতরা হলেন : বানারীপাড়া  সার্ভিস সেলের ইনচার্জ জেনারেল ম্যানেজার মোঃ মিজানুর রহমান, ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ ইনজামুল হক পিয়াল, সান্তানু আক্তার এবং সহকারী জেনারেল ম্যানেজার মোঃ মনিরুজ্জামান। এদের মধ্যে শান্তানু এবং খোকন সম্পর্কে স্বামী-স্ত্রী।  বানারীপাড়া  সার্ভিস সেলের ইনচার্জ সাবেক  জেনারেল ম্যানেজার মোঃ মিজানুর রহমানকে ৫ লাখ ১০ হাজার ৯৫১ টাকা কোম্পানিকে ৭ কার্য দিবসের মধ্যে পরিশোধ করার জন্য লিগ্যাল নোটিশ প্রদান করেছে রূপালী লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড। অপর দিকে বরখাস্তকৃতরা রুপালী লাইফ ইনসিওরেন্সের  গ্রাহক এবং কোম্পানির  আর্থিক ক্ষতির জন্য বানারীপাড়া অফিসের পাশেই যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানির অফিস নিয়েছে।  তাদের বিরুদ্ধে আরো অভিযোগ রূপালী লাইফ ইনসিওরেন্স থেকে কোনরকম ছাড়পত্র ছাড়াই তারা যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানিতে যোগদান করেন।  বানারীপাড়া থানায়  এ বিষয়ে অভিযোগ করেছেন রূপালী কোম্পানির পক্ষে বরিশাল বিভাগীয় ইনচার্জ মোঃ শাহীন মাহমুদ মাসুম। কর্তৃপক্ষ জানান, বরখাস্তকৃতরা গ্রাহকদের ৩/৪ টি প্রিমিয়াম আদায় করে। অথচ প্রিমিয়ামের অর্থ জমা না দিয়ে ওই প্রিমিয়ামের অর্থ যমুনা লাইফে জমা দিয়ে রূপালির আর্থিক ক্ষতি করছে। এদিকে বরখাস্তকৃতদের বিরুদ্ধে রয়েছে আরো নানাবিধ অভিযোগ।
এ ব্যাপারে অভিযুক্ত রূপালী লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক জিএম বর্তমান যমুনার জুনিয়র সহকারী পরিচালক  মোঃ মিজানুর রহমান বলেন, আমাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের যে অভিযোগ করা হয়েছে তা সঠিক নয়। ইতিমধ্যে আমার বিরুদ্ধের লিগ্যাল নোটিশের জবাব আমাদের আইনজীবীর মাধ্যমে দেয়া হয়েছে । গত দেড় দু বছরের গ্রাহকদের প্রিমিয়ামের অর্থ  আমাদের কাছে ছিলো। অনেক গ্রাহকদের বুঝিয়ে যমুনায় তাদের অর্থ জমা দেয়া হয়েছে। বর্তমানে ২৫ জনের মতো গ্রাহকের প্রিমিয়ামের অর্থ রয়েছে শ্রীঘ্রই তা সমাধান করবো।
এ বিষয়ে যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের অতিরিক্ত মহা পরিচালক মোঃ  কমারুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন, রূপালী লাইফের বরখাস্তকৃতদের যমুনা লাইফে  নিয়োগ দেয়া হয়নি। তাদেরকে অফার লেটার দেয়া হয়েছে। বেতনভূক্ত কর্মকর্তা হলে বিগত কর্মস্থলের ছাড়পত্র দিতে হবে। তারা কমিশন ভিত্তিতে কাজ করছে। গ্রাহকদের কোন ক্ষতি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT