ইসলামী চক্ষু হাসপাতাল কাশিপুরের কার্যক্রম বিষয়ে বরিশাল সিভিল সার্জন অফিসের অবহিতকরণ সভা ইসলামী চক্ষু হাসপাতাল কাশিপুরের কার্যক্রম বিষয়ে বরিশাল সিভিল সার্জন অফিসের অবহিতকরণ সভা - ajkerparibartan.com
ইসলামী চক্ষু হাসপাতাল কাশিপুরের কার্যক্রম বিষয়ে বরিশাল সিভিল সার্জন অফিসের অবহিতকরণ সভা

3:20 pm , September 27, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ সিভিল সার্জন অফিস বরিশাল’র আয়োজনে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় জেলা স্বাস্থ্য বিভাগীয় প্রশিক্ষণ কেন্দ্রের সভাকক্ষে অবহিতকরণ সভাটি অনুষ্ঠিত হয়। বরিশাল সিভিল সার্জন ডা. মারিয়া হাসান’র সভাপতিত্বে বরিশাল ইসলামী চক্ষু হাসপাতাল কাশিপুরের কার্যক্রম বিষয়ক অবহিতকণ সভার প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হুমায়ুন শাহীন খান। বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় পরিচালক স্বাস্থ্য’র কার্যালয়ের উপপরিচালক (স্বাস্থ্য) ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল, সহকারি পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ মাহামুদ হাসান, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. আলী হাসান।
অবহিতকরণ সভায় ইসলামী চক্ষু হাসপাতাল কাশিপুর’র ব্যবস্থাপনা পরিচালক মো. সরোয়ার হোসেন, চীফ কনসালটেন্ট ডা. নজরুল ইসলাম, পরিচালক মো. আমিনুল ইসলাম, পরিচালক মো. আবু জাফর, পরিচালক (প্রশাসন) মো. লুৎফুর কবির রিপন সহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা সুধীজন উপস্থিত ছিলেন। এসময় সিভিল সার্জন অফিস বরিশাল’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ডা. হুমায়ুন শাহীন খান বলেন- মানুষের সেবা দিতে বরিশাল ইসলামী চক্ষু হাসপাতাল’র ভূমিকা প্রসংশনীয়।
বরিশাল ইসলামী চক্ষু হাসপাতাল’র ব্যবস্থাপনা পরিচালক মো. সরোয়ার হোসেন বলেন- ২০১৫ সালে বরগুনায় এই সেবা মূলক প্রতিষ্ঠানের যাত্রা শুরু। ২০১৯ সালে বরিশাল নগরীর কাশিপুরে ‘বরিশাল ইসলামী চক্ষু হাসপাতাল টি প্রতিষ্ঠার পর হতে হাজার হাজার মানুষকে সেবা দিয়ে আসছি। সরকারের সকল নিয়ম কানুন মেনে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT