‘স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট’ প্রোগ্রাম এর উপজেলা পর্যায়ে দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা ‘স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট’ প্রোগ্রাম এর উপজেলা পর্যায়ে দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা - ajkerparibartan.com
‘স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট’ প্রোগ্রাম এর উপজেলা পর্যায়ে দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা

3:09 pm , September 27, 2022

খবর বিজ্ঞপ্তির ॥ উপজেলা পর্যায়ে ‘স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট’ (এসইআইপি) প্রোগ্রাম উপজেলা পর্যায়ে দক্ষতা উন্নয়ন বিষয়ক অবহিতকরণ কর্মশালা গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। অর্থ বিভাগ, অর্থ মন্ত্রনালয়ের সামাজিক প্রচার কর্মসূচি’র আওতায় এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু। উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান এর সভাপতিত্বে কর্মশালায় বক্তৃতা করেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. মাহবুবুর রহমান মধু, এসইআইপি’র এক্সপাট একেএম মঞ্জুরুল হক, সোস্যাল মার্কেটিং অফিসার সাইফুল করিম, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মী। কর্মশালা শুরুতে উপজেলা চত্ত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে সিএন্ডবি রোড প্রদক্ষিণ করে। কর্মশালায় অবহিত করা হয় ‘স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট’ প্রকল্পের আওতায় বিনা খরচে হাতে-কলমে ১৮ থেকে ৪০ বছর বয়সী পুরুষ ও নারী ৮ম থেকে এইচএসসি পর্যন্ত সনদ নিয়ে ১৪০টি বিষয়ের উপর সারাদেশে প্রশিক্ষণ গ্রহন করতে পারবে। এ প্রশিক্ষণকালে দৈনিক ১৫০ টাকা ভাতা, ৫ হাজার টাকার বৃত্তি সহ আন্তর্জাতিক মানের সনদপত্র প্রদান করা হয়। এছাড়াও এ কোর্সে নারীদের জন্য ৩০ ভাগ সংরক্ষিত এবং অনগ্রসর জনগোষ্ঠী, প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠির অগ্রাধিকার সহ চাকরি পেতে বিশেষ সহযোগিতা প্রদান করা হয় বলে কর্মশালায় জানানো হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT