বোরহানউদ্দিনে প্রতারণায় স্বর্ণালংকার হারিয়েছে অসহায় একটি পরিবার বোরহানউদ্দিনে প্রতারণায় স্বর্ণালংকার হারিয়েছে অসহায় একটি পরিবার - ajkerparibartan.com
বোরহানউদ্দিনে প্রতারণায় স্বর্ণালংকার হারিয়েছে অসহায় একটি পরিবার

3:10 pm , September 19, 2022

বোরহানউদ্দিন প্রতিবেদক ॥ প্রথমে কথা বলার কৌশলে গায়ে হাত দেয় প্রতারক চক্রটি। পরে তার ব্যাগের মধ্যে অনেক টাকার মালামাল রয়েছে বলে সহায়তায় চায় ওই প্রতারক চক্রটি। এসব কথা বলে একটি ব্যাগ হাতে ধরিয়ে দেয় তারা। আর ব্যাগটি হাতে নেওয়ার পরে জ্ঞান হারিয়ে তাদের কথা মত সকল কাজ করে ভুক্তভোগীরা। তখনি এমন কৌশলে লাখ লাখ টাকার স্বর্ণসহ টাকা পয়সা হাতিয়ে নেয় ওই প্রতারক চক্রটি। এমন ঘটনা ঘটেছে ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের রুজিনা বেগম (৩৫) নামক এক নারীর সাথে। গত রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রুজিনা অভিযোগ করে বলেন, বাড়ি থেকে ঔষধ কিনতে বোরহানউদ্দিন বাজারে আসি। হঠাৎ একটি যুবক বিনয়ের সাথে আমার কাধে হাত লাগিয়ে আমার সাথে কথা বলার জন্য অনুমতি চায়। আমি কথা বলার অনুমতি দিলে তার কাছে ব্যাগের মধ্যে প্রায় ৪ লক্ষ টাকার মালামাল রয়েছে। যাহা ২ লক্ষ টাকায় বিক্রি করবে বলেন তিনি। তার এখানে কিছু চিনে না বলে হেল্প চায়। সেখানে আরো দুইজন লোক যুক্ত হয় তাদের সাথে। পরে আমার হাতে একটি ব্যাগ ধরিয়ে দেয় প্রতারক চক্রটি। তখনি আমি জ্ঞান হারিয়ে তাদের কথা মতো আমার বাড়িতে যাই। বাড়ি থেকে আমার প্রায় ৩ ভরি স্বর্ণ ও একটি মোবাইল এবং নগদ ৩ হাজার টাকা তাদের হাতে তুলে দেই। তখন প্রতারক চক্রটি আমার স্বর্ণ ও টাকাসহ মোবাইল নিয়ে উধাও হয়ে যায়। কিছুক্ষন পরে আমার জ্ঞান ফিরে আসলে তাদেরকে আর খুজে পাওয়া যায়নি। এ ঘটনায় রুজিনা বেগম বাদি হয়ে বোরহানউদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন মিয়া জানান, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT