বরিশালে কখনোই সম্প্রীতি নষ্ট হয়নি -জেলা প্রশাসক বরিশালে কখনোই সম্প্রীতি নষ্ট হয়নি -জেলা প্রশাসক - ajkerparibartan.com
বরিশালে কখনোই সম্প্রীতি নষ্ট হয়নি -জেলা প্রশাসক

3:32 pm , September 17, 2022

বিশেষ প্রতিবেদক ॥ বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ হচ্ছে এই বরিশাল। ইতিহাসের পাতায় যা স্বর্ণাক্ষরে উল্লেখ রয়েছে। দেশভাগের পরবর্তী সময়ে বাংলাদেশের অনেক স্থানে হিন্দু মুসলিম দাঙ্গার উল্লেখ পাওয়া গেলেও বরিশালে কখনোই সম্প্রীতি নষ্ট হয়নি। যা নিয়ে মহাত্মা গান্ধী ও রবীন্দ্রনাথ ঠাকুরও গর্বিত ছিলেন। ওই সময় দাঙ্গা ঠেকাতে তারা বরিশালে এসে সমাবেশ করেছেন। এভাবেই ইতিহাসের উদাহরণ তুলে ধরে নিজের বক্তব্য শুরু করেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
শারদীয় দূর্গা উৎসবকে কেন্দ্র করে প্রতিবছরের মতো এবারো উপজেলা পরিষদ আয়োজিত “সম্প্রীতি সমাবেশ” এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।
তিনি বলেন, বরিশালে রয়েছে হিন্দু মুসলিম বৌদ্ধ, খ্রিস্টান, সকলের মাঝে আন্তরিকতার সেতুবন্ধন। এই সেতুবন্ধন সবসময় অটুট থাকবে এটাই প্রত্যাশা করেন জেলা প্রশাসক। শনিবার সকাল ১১ টায় বরিশাল সদর উপজেলা প্রশাসন বরিশালের আয়োজনে উপজেলা সহকারী চত্বরে সামাজিক সম্প্রীতির এই সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তারিকুল ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. মো. মাহবুবুর রহমান মধু, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন। এসময় আরও উপস্থিত ছিলেন হিন্দু, মুসলিম, বৌদ্ধ খ্রিস্টানদের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ সুধীজনসহ অনেকে। শুরুতে সংক্ষিপ্ত আলোচনায় অতিথিরা বাংলাদেশের সম্প্রীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন। এ সময় অনেকেই বরিশালের মানবিক জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT