দৌলতখানে ১১টি চোরাই মোবাইল সহ যুবক আটক দৌলতখানে ১১টি চোরাই মোবাইল সহ যুবক আটক - ajkerparibartan.com
দৌলতখানে ১১টি চোরাই মোবাইল সহ যুবক আটক

3:43 pm , September 16, 2022

দৌলতখান প্রতিবেদক ॥ দৌলতখান উপজেলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল লঞ্চ ঘাটে অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ১১টি চোরাই মোবাইল সেট ও সেট কেনা বেচার ১৯ হাজার ৯৫০ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ সময় চোরাই মোবাইল কেনাবেচায় জড়িত থাকার অপরাধে সোহেল নামের এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ভবানী পুর ইউনিয়নের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল লঞ্চ ঘাঠে এ অভিযান চালানো হয়। আটক সোহেল উপজেলার চরশুভী এলাকার মৃত আঃ রশিদের ছেলে। দৌলতখান থানার ওসি মোঃ জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দৌলতখানে গত ৭ মাস ধরে সোহেল নামের এক মোবাইল সার্ভিসিং ব্যবসায়ী, ঢাকা থেকে লঞ্চযোগে চোরাই মোবাইল এনে দৌলতখানের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় দৌলতখান থানার উপ-পরিদর্শক এসআই নজরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ ভবানীপুর লঞ্চঘাটে এ অভিযান চালায়। এ সময় সোহেলের কাছ থেকে নানা ব্র্যান্ডের ১১টি চোরাই মোবাইল সেট সহ নগদ অর্থ উদ্ধার করে পুলিশ। এ সময় চোরাই মোবাইল বেচা কেনার অপরাধে সোহেলকে আটক করা হয়। তিনি আরও জানান, আটকৃত সোহেলকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার সহযোগী আরেক সোহেলের নাম জানিয়েছেন। সেগুলো যাচাই করা হচ্ছে। দৌলতখান থানায় মামলার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT