দক্ষিণাঞ্চলে চলতি মাসে করোনা সংক্রমন বেড়েছে দক্ষিণাঞ্চলে চলতি মাসে করোনা সংক্রমন বেড়েছে - ajkerparibartan.com
দক্ষিণাঞ্চলে চলতি মাসে করোনা সংক্রমন বেড়েছে

3:26 pm , September 16, 2022

বিশেষ প্রতিবেদক ॥ বরিশালসহ দক্ষিণাঞ্চলে চলতি মাসে করোনা সংক্রমন ক্রমশ বেড়েছে। অথচ গত মাসেই এ অঞ্চলে কোভিড-১৯ রোগীর সংখ্যা আশাব্যঞ্জকভাবে হ্রাস পেয়েছিল। সেপ্টেম্বর শুরুর পরে দিন যত গড়াচ্ছে করোনা রোগীর সংখ্যাও তত বাড়ছে বলে স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যানে উঠে এসেছে। এমনকি সংক্রমনের এ সংখ্যায় নগরীই যথারীতি শীর্ষে রয়েছে। মাসের প্রথম ১৫ দিনে দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমনের সংখ্যা ৯০ জনে উন্নীত হয়েছে। অথচ গোটা আগষ্টের ৩১ দিনে এ অঞ্চলে মোট আক্রান্তের সংখ্যা ছিল ১০৮।
তবে আগের জুলাই মাসে দক্ষিণাঞ্চলে ৮৭৩ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছিল। জুলাই মাসে করোনা সংক্রমনে ৩ জনের মৃত্যু হলেও এর পর থেকে সে ধরনের দুঃসংবাদ নেই। জুন মাসে আক্রান্তের সংখ্যা ছিল ১৭১। এছাড়া গত মার্চে ১২০ জন, এপ্রিলে ৭ জন এবং মে মাসে মাত্র ৩ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছিল দক্ষিণাঞ্চলের ৪২ উপজেলায়। এ নিয়ে দক্ষিনাঞ্চলে করোনা আক্রান্তের সর্বমোট সংখ্যাটা সরকারী হিসেবেই ৫৪ হাজার অতিক্রম করে আরো ১৫ জন যোগ হয়েছে।
এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. হুমায়ুন শাহীন খানের সাথে আলাপ করা হলে তিনি জানান, সাধারন মানুষের মধ্যে করোনা সম্পর্কে উদাসীনতা আর অবহেলা যথেষ্ট বেড়ে গেছে। পাশাপাশি এখনো সংখ্যাগরিষ্ট মানুষ বুষ্টার ডোজ নিচ্ছেন না। তিনি সবাইকে করোনা সম্পর্কে সচেতন হয়ে দৈনন্দিন জীবনযাপনের অনুরোধ জানান। পাশাপাশি বুষ্টার ডোজসহ যারা প্রাথমিক ডোজ গ্রহন করেননি, অবিলম্বে তা নেয়ারও অনুরোধ জানিয়েছেন।
চলতি মাসের প্রথম ১৫ দিনে দক্ষিণাঞ্চলের ৬ জেলায় মোট আক্রান্ত ৯০ জনের মধ্যে মহানগরীতে প্রায় ৪০ জনসহ বরিশাল জেলায়ই ৫৬ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে মহানগরীতে প্রায় ১৩ হাজারসহ জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২২ হাজারে। পরের অবস্থানে দ্বীপ জেলা ভোলা। সেখানে গত ১৫ দিনে ১৪ জনসহ মোট শনাক্তের সংখ্যা ৮ হাজার ২৫ জন বলে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর জানিয়েছে। পটুয়াখালীতেও গত ১৫ দিনে ৫ জনসহ মোট শনাক্তের সংখ্যা ৭ হাজার ১৬৩। বরগুনাতেও এ সময়ে নতুন করে ৬ জনসহ মোট আক্রান্তের সংখ্যাটা ৪ হাজার ৭৬০ জনে উন্নীত হয়েছে। পিরোজপুরে গত ১৫ দিনে ৫ জনসহ মোট সংখ্যাটা ৬ হাজার ৪১২ জনে উন্নীত হবার কথা বলছে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর। আর দক্ষিণাঞ্চলের সবচেয়ে ছোট জেলা ঝালকাঠীতে এ সময়ে ৪ জনসহ মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৭২২।
অপরদিকে দক্ষিণাঞ্চলের ৪২ উপজেলায় সরকারী হিসেবে এ পর্যন্ত করোনা সংক্রমনে যে ৬৯৩ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে মহানগরীতে ১০৫ জনসহ বরিশাল জেলাবাসী ২৩৭ জনের মৃত্যু প্রত্যক্ষ করেছে। এছাড়া পটুয়াখালীতে ১১০ বরগুনায় ৯৯, ভোলাতে ৯২, পিরোজপুরে ৮৩ এবং ঝালকাঠীতে ৭২ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য বিভাগের হিসেবে দক্ষিণাঞ্চলে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৫২ হাজার ৮৯৫ জন। যা আক্রন্তের প্রায় ৯৮ ভাগের মত।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT