শেবাচিম হাসপাতালে রোগীর সাড়ে ৯ হাজার টাকা চুরি শেবাচিম হাসপাতালে রোগীর সাড়ে ৯ হাজার টাকা চুরি - ajkerparibartan.com
শেবাচিম হাসপাতালে রোগীর সাড়ে ৯ হাজার টাকা চুরি

3:39 pm , September 8, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে সাড়ে ৯ হাজার টাকা খুইয়েছেন এক রোগী। বিষয়টি পরিচালককে অবহিত করা হলেও টাকা ফিরে পাননি রোগী শিরিন বেগম। সে নগরীর বিসিক এলাকার বাসিন্দা সৈয়দ মো. ইব্রাহীমের স্ত্রী।  শিরিন বেগম বলেন, তার নয় বছরের শিশু কন্যা শাহিদাকে দেখাতে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জরুরী বিভাগের টিকিট কাউন্টারে যান। সেখানে ভেনিটিব্যাগ খুলে টিকিটের টাকা দিয়ে মেয়ের নাম লিখিয়ে একটি টিকিট সংগ্রহ করেন। পরবর্তীতে ব্যাগের মধ্যে হাত দিয়ে তার সাড়ে ৯ হাজার টাকা রাখার ছোট ব্যাগটি আর দেখতে পান না। পরবর্তীতে বিষয়টি জরুরী বিভাগের চিকিৎসকসহ স্টাফদের জানানো হলেও কেউ কোন সদুত্তর দিতে পারেননি। সকলের একই উত্তর ছিনতাইকারী নিয়েছে। এভাবে আরো অনেক রোগীর ব্যাগ থেকে টাকা খোয়া গেলেও তাদের বিরুদ্ধে কেউ কোন পদক্ষেপ নিচ্ছে না।  সৈয়দ মো. ইব্রাহীম বলেন, বিষয়টি হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলামকে অবহিত করেছেন। তিনি হাসপাতালে দায়িত্বরত পুলিশের কাছে পাঠান। তারা বিষয়টি দেখছেন বলে জানান।  হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম বলেন, ৪০ জন পুলিশ রয়েছে। তাদেরকে এ বিষয়গুলো দেখার জন্য বারবার বলা হয়েছে। কিন্তু কি কারনে তারা এ চুরি বন্ধ করতে পারছে না আমার বোধগম্য নেই। আমার মতে হাসপাতালের ১০ জন চোর থাকতে পারে। সে বিষয়গুলোতো পুলিশে নজরে থাকা দরকার। আগামী সপ্তাহে পুলিশ কমিশনারের সাথে বৈঠক আছে সেই বৈঠকে বিষয়টি উত্থাপন করা হবে। একই সাথে হাসপাতাল থেকে চুরি রোধে বিশেষ ব্যবস্থা নেয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT