গুলি করা হলে সমুচিত জবাব দেওয়া হবে -ইসহাক সরকার গুলি করা হলে সমুচিত জবাব দেওয়া হবে -ইসহাক সরকার - ajkerparibartan.com
গুলি করা হলে সমুচিত জবাব দেওয়া হবে -ইসহাক সরকার

3:07 pm , September 8, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ যুবদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা ইসহাক সরকার বলেছেন, বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী র‌্যালীতে অবৈধ সরকারের পুলিশ বাহিনী বিনা উষ্কানীতে গুলি করে যুবদল নেতা শাওন প্রধানকে হত্যা করেছে। এরপর থেকে পুনরায় বিএনপিসহ যুবদলের আর কোন মিছিলে গুলি করা হয় তাহলে  কোন প্রতিবাদ নয় প্রতিরোধ করাসহ রাজপথে সমুচিত জবাব দেওয়া হবে। বৃহস্পতিবার নগরীর সদর রোডে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে বরিশাল উত্তর ও দক্ষিন জেলা যুবদলের আয়োজনে শোকর‌্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, দেশে কোন বৈধ সরকার নেই। এই অবৈধ সরকারের হয়ে দেশের জনগনের টাকায় অস্ত্র ও গুলি ক্রয় করে জনগনের বিরুদ্ধে ব্যবহার না করার জন্য পুলিশ বাহিনীর সদস্যদের অনুরোধ করে বলেন, যদি অবৈধ সরকারের পক্ষপাতিত্ব করতে চান তাহলে মুজিব কোর্ট পরিধান করে অস্ত্র ব্যবহার করেন। ইসহাক সরকার আরো বলেন, আমাদের এই আন্দোলন শাওন হত্যার বিচারের দাবীসহ দেশের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং এই অবৈধ অগনতান্ত্রিক সরকারকে হটিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন। এতে সভাপতিত্ব করেন দক্ষিণ  জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান। উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারন সম্পাদক এ্যাড. তছলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এ্যাড. হাফিজ আহমেদ বাবলু, সহ-সভাপতি সালাউদ্দীন নাহিদ, যুবদল নেতা নুরুল আমিন কয়েস, যুবদল নেতা মাওলা রাব্বি শামীম, বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দীন পিকলু, সদস্য সচিব গোলাম মোর্শেদ মামুন, উত্তর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম সুজন, মেহেন্দিগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ পোদ্দারসহ বিভিন্ন ইউনিটের যুবদল নেতৃবৃন্দ। পরে পুলিশ প্রহরায় কালো পতাকা নিয়ে শোকর‌্যালী বের করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT