উজিরপুরে চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখল ও হত্যার হুমকীর অভিযোগ উজিরপুরে চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখল ও হত্যার হুমকীর অভিযোগ - ajkerparibartan.com
উজিরপুরে চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখল ও হত্যার হুমকীর অভিযোগ

3:58 pm , September 6, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের আলামদী গ্রামে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদকের জমি দখলের অভিযোগ উঠেছে সাতলা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো: শাহীন হাওলাদারের বিরুদ্ধে। পাশাপাশি সম্পত্তিতে স্থাপনা নির্মান করতে গেলে সাতলা ইউনিয়নের চেয়ারম্যান মো: শাহীন হাওলাদার তার বাহিনী নিয়ে নির্মান কাজে বাধা এবং খাস জমি বলে দাবী করেন। এমন অভিযোগে ভুক্তভোগী উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের আলামদী গ্রামের ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মো. মোতালেব বিশ্বাস মঙ্গলবার দুপুর ১ টায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে মো. মোতালেব বিশ্বাস বলেন, সাতলা ব্রীজের ঢালে আলামদী মৌজার জে এল নং-১ এর এস এ ১১১১ ও ১১১২ নং দাগের ১ একর ৫৩ শতক জমি জোরপূর্বক দখল করার চেষ্টা করছেন সাতলা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো: শাহীন হাওলাদার। ওই ক্রয়কৃত ও রেকর্ডিয় এবং দীর্ঘদিন ধরে ভোগদখলে রয়েছে জানিয়ে মোতালেব বিশ্বাস বলেন, ওই জমিতে স্থাপনা নির্মান করতে গেলে সাতলা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. শাহীন হাওলাদার তার বাহিনী নিয়ে নির্মান কাজে বাধা দেয়। তিনি ওই খাস বলে দাবী করেন। প্রয়োজনীয় কাগজপত্র দেখালে চেয়ারম্যান ও তার বাহিনী মারধর করে নির্মান কাজ বন্ধ করে দেয়। নিরুপায় হয়ে আদালতের শরনাপন্ন হলে আদালত উপজেলা ভূমি অফিসকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা নিতে বলে। তিনি বলেন, উপজেলা ভূমি অফিস উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্ম কর্তাকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য বলেন। উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। আদালত উভয় পক্ষকে উল্লেখিত জমিতে শান্ত শৃংঙ্খলা বজায় রাখার জন্য নির্দেশ দেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক বাদীর পক্ষে প্রদত্ত আদেশের অনুবলে চলতি বছরের ৫ মার্চ চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচচু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন, সাধারন সম্পদক ও পৌর মেয়র মো: গিয়াস উদ্দীন, সাবেক চেয়ারম্যান খায়রুল বাশার লিটন, ইউপি চেয়ারম্যান শাহীনকে ভৎর্সনা করে জমির দিকে কু নজর না দেওয়ার অনুরোধ করেন। কিন্তুসাতলা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো: শাহীন হাওলাদার আওয়ামী লীগ নেতৃবৃন্দে কোন কথা না শুনে নির্মান কাজে বাধা প্রদান ও ৫ লাখ টাকা চাঁদা দাবী করেন। তার দাবীকৃত চাঁদা না দেওয়ায় গত ১২ আগস্ট রাতের আধারে আমার স্থাপনায় পেট্রল ও কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দিয়ে লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে। এ ঘটনায় আদালতে মামরা দায়ের করা হলে আমি ও আমার পূত্রদের হত্যাসহ দেখে নেওয়ার হুমকি দেয় শাহিন হাওলাদার ও তার সন্ত্রাসী বাহিনী। গত ৩১ আগস্ট মামলার ১ নং আসামী শাহীন হাওলাদার ও তার দলবল লাঠিসোধা নিয়ে ঘটনাস্থলে গিয়ে আমার নির্মানাধীন ভবনের শ্রমিকদের হুমকি ধামকি ও মারধর করে তাড়িয়ে দেয়। একইসাথে ৫ লাখ টাকা না দিলে আমাদের হত্যা করা হবে বলেও হুমকি দেয় শাহিন হওলাদার ও আসাদ হাওলাদার ও তার দলবল। এ ঘটনার পর গত ৪ সেপ্টেম্বর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল মেজিট্রেট উজিরপুর আমলী আদালতে ইউপি চেয়ারম্যান শাহীনকে ১ নম্বর আসামী করে মোট ৯ জনকে নামধারী ও অজ্ঞাতদের আসামী করে একটি সিআর মামলা দায়ের করি। মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেয় আদালত। মামলার কথা জানতে পেরে ইউপি চেয়ারম্যান শাহীন হাওলাদার ও ৩ নম্বর আসামী মো: আসাদ হাওলাদার তাদের দলবল নিয়ে আমাদের খুজতে থাকে। সোমবার বিকেল সাড়ে ৫ টায় বাড়ি থেকে বের হয়ে একতা বাজারে গেলে ইউপি চেয়ারম্যান মো. শাহীন হাওলাদার ও ৩ নম্বর আসামী মো. আসাদ হাওলাদার অন্যান্য আমামীরা একত্রিত হয়ে আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করে বাজারে ঘেরাও করে রাখে এবং আমার পাঞ্জাবীর কলার ধরে ঠানা হেচড়া করে লাঞ্চিত করে। এসময় আসামীরা আমাকে মামলা তুল নিতে হুমকি ধামকি দেয়। ইউপি চেয়ারম্যান মো. শাহিন হাওলাদার এলাকায় আমাদের সম্পত্তি জোর পূর্বকদখল ও খালে বাদ দিয়ে জোরপূর্বক মাছ চাষ করছে। তার বিরোধীতা করায় ঐ এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজনকে মারধর ও ভয়ভীতি করছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT