ভোলায় ১৩ তরুনকে তালের বীজ রোপনের শর্তে মুক্তি ভোলায় ১৩ তরুনকে তালের বীজ রোপনের শর্তে মুক্তি - ajkerparibartan.com
ভোলায় ১৩ তরুনকে তালের বীজ রোপনের শর্তে মুক্তি

3:52 pm , September 5, 2022

ভোলা অফিস ॥ ভোলায় ১৩ জন মাদক মামলার আসামীকে দন্ড দেওয়ার পরিবর্তে ভোলা টু ইলিশা মহাসড়কে প্রত্যেককে ১০ টি করে তালের বীজ রোপনের শর্তে প্রবেশনে মুক্তি দিয়েছে আদালত। সোমবার দুপুরে ভোলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আলী হায়দার এ রায় প্রদান করেন। আসামীরা প্রত্যেকে প্রথমবারের মত অপরাধ করায় এবং মাদকের পরিমান কম হওয়ায় তাদের প্রবেশনে মুক্তি দেওয়া হয়। এছাড়াও আগামী ১ মাসের মধ্যে প্রবেশন অফিসার এই আসামীদের দ্বারা শর্ত পূরন করে আদালতকে অবহিত করার জন্যও বলা হয়। আসামী পক্ষের আইনজীবী এ্যাড. মেজবাহুল আলম জানান, আসামীরা ভোলা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা ও তারা প্রত্যেকে তরুন। তাদের সংশোধন হওয়ার সুযোগ দিয়ে আদালত এমন মহত কাজ করেছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT