কাউখালীতে মিষ্টি খেয়ে স্বাস্থ্য কর্মকর্তাসহ অসুস্থ ১০ ॥ আদালতে মামলা কাউখালীতে মিষ্টি খেয়ে স্বাস্থ্য কর্মকর্তাসহ অসুস্থ ১০ ॥ আদালতে মামলা - ajkerparibartan.com
কাউখালীতে মিষ্টি খেয়ে স্বাস্থ্য কর্মকর্তাসহ অসুস্থ ১০ ॥ আদালতে মামলা

3:50 pm , September 1, 2022

কাউখালী প্রতিবেদক ॥ কাউখালীতে মিষ্টি ও নিমকি খেয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ ১০ জন অসুস্থ হয়ে পড়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলা উত্তর বাজার সাতক্ষীরা ঘোষ ডেয়ারী ও মিষ্টান্ন ভান্ডার থেকে নেওয়া মিষ্টি ও নিমকি খান তারা। বুধবার কাঊখালীর সেনিটারী ইন্সপেক্টর ইলিয়াস হোসেন বাদী হয়ে পিরোজপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ওই প্রতিষ্ঠানের মালিক বাসুদেব ঘোষের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। চেষ্টা করেও দোকান মালিক বাসুদেব ঘোষের বক্তব্য পাওয়াযায়নি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুজন সাহা জানান,ঘটনার দিন স্বাস্থ্য বিভাগের একটি সভা ছিল। সভা শেষে ওই দোকান থেকে কেনা খাবার খেয়ে আমরা সবাই অসুস্থ হয়ে পড়ি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT