3:49 pm , September 1, 2022
ভা-ারিয়া প্রতিবেদক ॥ ভা-ারিয়ায় অবৈধ, লাইসেন্সবিহীন হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার লাইসেন্সসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে একটি চক্ষু হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা এবং সিলগালা করে দেওয়া হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমানা আফরোজ জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী অবৈধ ও চিকিৎসার নামে মানুষের সাথে প্রতারণা করছে এমন চিকিৎসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে দিন ব্যাপী অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন বরিশাল ইসলামি চক্ষু হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা এবং বন্ধ করে দেওয়া হয়। অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভান্ডারিয়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. কামাল হোসেন মুফতি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল কর্মকর্তা মো. ডা. কামাল হোসেন।