ভোক্তারঅভিযানে চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ভোক্তারঅভিযানে চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা - ajkerparibartan.com
ভোক্তারঅভিযানে চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

3:59 pm , August 29, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর রুপাতলী এবং সদর উপজেলার চার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ২৩ হাজার টাকাজরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়।সোমবার পরিচালিত অভিযানে জরিমানা করেন উপ-পরিচালক অপূর্ব অধিকারী,সহকারী পরিচালকসাফিয়া সুলতানা এবং জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়া।ভোক্তা সংরক্ষনঅধিদপ্তর থেকে জানানো হয়, মোড়কে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য  না থাকা, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অস্বাস্থ্যকরপরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করার অপরাধে প্রশাসনিক ব্যবস্থায় এ জরিমানা করা হয়। সার্বিককার্যক্রমে সহযোগিতা করেন  বরিশালমেট্রোপলিটন পুলিশের একটি টিম এবং ক্যাব সদস্য জাহাঙ্গীর মোল্লা। অভিযান চলাকালেস্থানীয় নাগরিকদের মাঝে ভোক্তা অধিকার আইন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT