বরিশালে অবৈধ ডায়াগনস্টিক সেন্টার হাসপাতালের বিরুদ্ধে শুরু হচ্ছে সাঁড়াশি অভিযান বরিশালে অবৈধ ডায়াগনস্টিক সেন্টার হাসপাতালের বিরুদ্ধে শুরু হচ্ছে সাঁড়াশি অভিযান - ajkerparibartan.com
বরিশালে অবৈধ ডায়াগনস্টিক সেন্টার হাসপাতালের বিরুদ্ধে শুরু হচ্ছে সাঁড়াশি অভিযান

4:05 pm , August 28, 2022

হেলাল উদ্দিন ॥ বরিশালে এখনো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য বেসরকারি ক্লিনিক, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংক। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৭২ ঘণ্টার আলটিমেটামে সাঁড়াশি অভিযানে নামছে স্বাস্থ্য অধিদফতর। এ সপ্তাহেই শুরু হচ্ছে অভিযান। স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্বশীল একাধিক সুত্র ও বরিশাল স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্রটি জানিয়েছে অবৈধ বেসরকারি ক্লিনিক, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাডব্যাংক বন্ধে আবারও গুরুত্বপূর্ণ অ্যাকশনে যাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে চালানো হবে অভিযান। সোমবার-বুধবার অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে গত বুধবার রাতে স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে সারা দেশের সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের মিটিং হয়েছে। মে-তে অভিযানের পর প্রথম কয়েক দিন লাইসেন্স নবায়ন করার, নতুন লাইসেন্স নেওয়ার যে তোড়জোড় ছিল তার গতি এখন ধীর। সেটি সক্রিয় করার জন্য আবার ৭২ ঘণ্টার অ্যাকশনে যাওয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। এর আগে ২৬ মে এক বিজ্ঞ?প্তির মাধ্য?মে সারা দেশের সব অবৈধ হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংক ৭২ ঘণ্টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদফতর। এ নির্দেশনার পর স্থানীয় প্রশাসনের সহায়তায় সারাদেশে অবৈধ এসব প্রতিষ্ঠান বন্ধে অভিযান চালায় স্বাস্থ্য অধিদফতর। স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. বেলাল হোসেন বলেন, রবিবার সকালে সারাদেশের সিভিল সার্জনদের সঙ্গে মিটিং করার কথা রয়েছে। মিটিংয়ে অভিযানের নির্দিষ্ট তারিখ জানানো হবে। তবে এ সপ্তাহেই ৭২ ঘণ্টার অভিযান পরিচালিত হবে বলে আশা করছি। বরিশাল জেলা সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান বলেন অভিযান একটি চলমান প্রক্রিয়া। তবে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়ে অভিযানের বিষয়ে গতকাল পর্যন্ত আমাদের কিছু জানানো হয়নি।  বরিশাল সিলি সার্জন কার্যালয় থেকে জানা গেছে গত মে মাসে সাড়াশি অভিযানের পর বরিশাল জেলায় ৩০ টি অধিক অবৈধ ডায়গনস্টিক সেন্টার,ক্লিনিক বন্ধ করা হয়েছে এবং এর পর থেকে এখন পর্যন্ত প্রায় ১’শ ডায়গনস্টি সেন্টার,হাসপাতাল, কি¬িনক নবায়ন করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT